সৈকতে ঝাউবনে শারীরিক কসরত খেলোয়াড়দের। বুধবার। ছবি: সৌজন্যে ক্লাব কর্তৃপক্ষ
কখনও ঝাউবনের ভিতরে। আবার কখনও সমুদ্রের ধারে বালির উপরেই চলছে অনুশীলন।
আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচের আগে জোরকদমে অনুশীলন চালাচ্ছে সাদাকালো ব্রিগেড। গত সপ্তাহ দুয়েক ধরে সৈকত শহর দিঘায় অনুশীলন করছে মহামেডান স্পোর্টিং। গত ৯ জানুয়ারি মহামেডান স্পোর্টিংয়ের ২৭ জন খেলোয়াড় এসেছেন দিঘায়। বুধবার অনুশীলন দলের সঙ্গে যোগ দেন মহামেডান স্পোর্টিংয়ের প্রশিক্ষক তথা বিধায়ক দীপেন্দু বিশ্বাস। বৃহস্পতিবার সকালে তাঁর তদারকিতেই ফুটবলারদের অনুশীলন করার কথা বলে টিম সূত্রে জানা গিয়েছে। অনুশীলনের পাশাপাশি এদিন খেলোয়াড়দের সমুদ্রে নামতেও দেখা গিয়েছে।
টিমের ম্যানেজার বিলাল আহমেদ জানিয়েছেন, আগামী ২৫ জানুয়ারি আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু। প্রতিপক্ষ ভবানীপুর। তাই দিঘায় এনে ফুটবলারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।