ইন্ডিপেন্ডেন্স গোল্ড কাপ

পেনাল্টি নষ্ট, ট্রফি হাতছাড়া আজাদের

শনিবার অসমের নগাঁওয়ে ইন্ডিপেন্ডেন্স গোল্ড কাপের ফাইনালে শুরুতেই এগিয়ে যায় মহমেডান। সানি চার্লসের গোলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ০৪:৩৪
Share:

ফিলিপ আজা। —ফাইল চিত্র

বি এস এফ ১(৪) মহমেডান ১ (৩)

Advertisement

ফিলিপ আজা শুক্রবার জোড়া গোল করে মহমেডানকে ফাইনালে তুলেছিলেন। চব্বিশ ঘণ্টার মধ্যে তিনিই ডোবালেন। টাইব্রেকারে পেনাল্টি নষ্ট করে। রঘু নন্দীর দলের মরসুমের প্রথম ট্রফিও জেতা হল না।

শনিবার অসমের নগাঁওয়ে ইন্ডিপেন্ডেন্স গোল্ড কাপের ফাইনালে শুরুতেই এগিয়ে যায় মহমেডান। সানি চার্লসের গোলে। পনেরো মিনিটের গোল বর্ডার সিকিওরিটির জিতেন্দ্র রাওয়াত শোধ করে দেন বিরতির তিন মিনিট আগে। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। টাইব্রেকারে মহমেডানের লাল্টু হেমব্রম গোল নষ্ট করায় ফল দাঁড়ায় ৪-৩। শেষ কিকে মহমেডানের ফিলিপ আজা বাইরে মারেন। ওই গোল হলে খেলা সাডেন ডেথে যেত।

Advertisement

ম্যাচ শেষ হওয়ার পনেরো মিনিট আগে চোট পেয়ে বেরিয়ে যান গোলকিপার প্রিয়ান্ত সিংহ। নামেন সৌরভ চক্রবর্তী। ফোনে ধরা হলে সাদা-কালো কোচ রঘু নন্দী হতাশ গলায় বললেন, ‘‘ভাগ্য সঙ্গে ছিল না। যে আজার উপর নির্ভর করেছি সেই খেলতে পারেনি। দু’বার সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেনি ও। এরকম হতেই পারে। ভেবেছিলাম ট্রফিটা পাব।’’ মহমেডানের এর পর বরদলৈ ট্রফি খেলতে যাচ্ছে। সেখান থেকে ফিরেই আই লিগের দ্বিতীয় ডিভিশনের প্রস্তুতি নেবেন ঠিক করেছেন রঘু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement