এশিয়া কাপে নেই, শামি বিশ্বকাপেও অনিশ্চিত

শুক্রবার মোহনবাগান মাঠে এনসিএ ফিজিও অ্যান্ড্রু লিপাসের কাছে ফিটনেস টেস্ট দেওয়ার পরই মহম্মদ শামির কেরিয়ারে ফের বড় ধাক্কা। এশিয়া কাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন বঙ্গ পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নাকি তিনি ঘোরতর অনিশ্চিত। তাঁর বদলি হিসেবে ঘোষণা হল ভুবনেশ্বর কুমারের নাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪১
Share:

শামির ফিটনেসে লিপাসের চোখ। উপরে হঠাৎ সুযোগ পাওয়া ভুবনেশ্বর। শুক্রবার মোহনবাগান মাঠে। —নিজস্ব চিত্র।

শুক্রবার মোহনবাগান মাঠে এনসিএ ফিজিও অ্যান্ড্রু লিপাসের কাছে ফিটনেস টেস্ট দেওয়ার পরই মহম্মদ শামির কেরিয়ারে ফের বড় ধাক্কা। এশিয়া কাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন বঙ্গ পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নাকি তিনি ঘোরতর অনিশ্চিত। তাঁর বদলি হিসেবে ঘোষণা হল ভুবনেশ্বর কুমারের নাম।

Advertisement

হাঁটুর চোটের জন্য গত বছর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের পর দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন শামি। আইপিএলেও খেলতে পারেননি। অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পেলেও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় বাদ পড়ে যান তিনি। দিনদুয়েক আগে সিএবির লিগ ম্যাচে খেলেছিলেন শামি। এ দিন প্রেস বিবৃতি দিয়ে বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘‘বোর্ডের মেডিক্যাল টিমের চূড়ান্ত সিদ্ধান্ত, এশিয়া কাপ খেলতে পারবে না শামি। বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট সারানোর জন্য ওকে বাড়তি সময় দেওয়া হচ্ছে।’’

গত ৫ ফেব্রুয়ারি যখন এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল ঘোষণা হয়, তখনও ফিটনেস পরীক্ষা দেননি শামি। যদিও সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচক সন্দীপ পাটিল দাবি করেছিলেন যে, শামি বল করা শুরু করেছেন এবং দুটো টুর্নামেন্টে খেলতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement