Mohammed Shami

Mohammed Shami: ‘বিরিয়ানির দোকান’ খুললেন মহম্মদ শামি, দিলেন খাদ্য তালিকা

পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত শামি। এর পর টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে নামবেন এই পেসার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৬
Share:

পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত শামি। —ফাইল চিত্র

মাথায় রাঁধুনির টুপি। গলা থেকে ঝুলছে এপ্রন। রাঁধুনির বেশে মহম্মদ শামি। পিছন থেকে উঁকি দিচ্ছে দোকানের নাম। শামি বিরিয়ানি সেন্টার। বাঁদিকে লেখা রয়েছে দিনের সেরা খাবারের নামও। ‘বিরিয়ানি হাউজ’ খুলেছেন বাংলার পেসার। নেটমাধ্যমে এমন ছবিই পোস্ট করেছেন শামি।

শামির হাতে রয়েছে থালা। তবে তাতে বিরিয়ানি নয়, রয়েছে অনেক সাদা বল। খাবারের তালিকায় রয়েছে, ডট বল বিরিয়ানি, ইনসুইং ইয়র্কার, স্পিড বাউন্সার। ব্যাটসম্যানদের জন্য এমনই বিরিয়ানি সাজিয়ে রেখেছেন তিনি।

Advertisement

পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত শামি। এর পর টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে নামবেন এই পেসার। লাল বল হাতে নিয়মিত সুযোগ পান তিনি। সাদা বলেও এ বার অস্ত্র তৈরি করছেন। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে নিজের সেই অস্ত্রভাণ্ডার দেখিয়ে রাখলেন শামি।

শামির বিরিয়ানি প্রেম অজানা নয়। মায়ের হাতের বিরিয়ানি খেতে পছন্দ করেন তিনি। এ বার বিরিয়ানির থালাতে সাজিয়ে দিলেন নিজের অস্ত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement