মহম্মদ শামি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহালি। বিশ্রামের পরে আবার সীমিত ওভারের ক্রিকেটে মাঠে নামবেন তিনি।
কোহালি ছাড়া পেসার মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টি দলে ফিরেছেন। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া অলরাউন্ডার শিবম দুবে ওয়ান ডে দলে ডাক পেয়েছেন। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্পিনার কুলদীপ যাদবও। বৃহস্পতিবার কলকাতায় এম এস কে প্রসাদের নেতৃত্বে এই দুটি দল বেছে নেয় নির্বাচক কমিটি।
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক ও সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়া দীপক চাহার এক বছর পরে ফিরলেন ওয়ান ডে দলে। তিনি এর আগে এক মাত্র ওয়ান ডে ম্যাচ খেলেছেন গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে।
আরও পড়ুন: বলের রংই বুঝছেন না, লিটনকে নিয়ে উৎকণ্ঠা
দল নির্বাচনী বৈঠকে ঋষভ পন্থকে নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু নির্বাচকদের গরিষ্ঠ অংশ চাননি এখনই ঋষভকে বাদ দেওয়া হোক। তাতে দলের মনোবল ভেঙে যেতে পারে। বিশ্বকাপের কথা মাথায় রেখে ঋষভকে ধারাবাহিক ভাবে সুযোগ দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে যথাক্রমে ৬ ডিসেম্বর মুম্বইয়ে, ৮ ডিসেম্বর তিরুঅনন্তপুরমে এবং ১১ ডিসেম্বর হায়দরাবাদে। এর পরে তিনটি ওয়ান ডে ম্যাচ হবে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে, ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনম এবং ২২ ডিসেম্বর কটকে।
টি-টোয়েন্টি দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধওয়ন, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।
আরও পড়ুন: বল কাঁপলেই কিন্তু কঠিন পরীক্ষায় পড়বে ব্যাটসম্যানরা
ওয়ান ডে দল: বিরাট কোহালি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধওয়ন, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।