Mohammed Shami

বাংলা দলে শামির ভাই

তবে কোচ অরুণ লাল জানিয়েছেন, কঠিন গ্রুপে পড়েছে বাংলা। যদিও বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে কোনও গ্রুপ ঘোষণা করা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৪:২৩
Share:

—প্রতীকী ছবি।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল ঘোষণা হল সোমবার। দলে নতুন মুখ কাইফ আহমেদ ও মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলার ম্যাচ পড়েছে কলকাতাতেই। তবে কোচ অরুণ লাল জানিয়েছেন, কঠিন গ্রুপে পড়েছে বাংলা। যদিও বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে কোনও গ্রুপ ঘোষণা করা হয়নি। বাংলার কোচ অরুণ লাল বলেন, ‘‘গ্রুপে অসম, হায়দরাবাদ, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতো দল রয়েছে। ছ’টি দলের গ্রুপে যদিও মাত্র একটি দল যাবে সেমিফাইনালে। লড়াইটা খুবই কঠিন।” ২ জানুয়ারির মধ্যে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে ক্রিকেটারদের।

Advertisement

বাংলার প্রাথমিক দল: অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, কাজি জুনেইদ সৈফি, ঋত্বিক রায়চৌধুরী, শুভম চট্টোপাধ্যায়, বিবেক সিংহ, শাহবাজ় আহমেদ, অর্ণব নন্দী, সুদীপ ঘরামি, মুকেশ কুমার, আকাশ দীপ, রবিকান্ত সিংহ, অভিষেক দাস, সন্দীপন দাস, মহম্মদ কাইফ, শুভম সরকার, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায়বর্মণ, সুজিত যাদব, কাইফ আহমেদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement