ওয়ার্নের নেতৃত্বে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। চবি— ফেসবুক।
শেন ওয়ার্নকে দেখে শিখতে পারেন বিশ্বের সব অধিনায়কই। ইনস্টাগ্রামে লাইভ চ্যাটে মহম্মদ কাইফ ও ইউসুফ পাঠান এ ভাবেই কিংবদন্তি লেগ স্পিনারের প্রশংসা করলেন।
২০০৮ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালস দলের ক্যাপ্টেন ছিলেন প্রাক্তন অজি লেগ স্পিনার। সামনে থেকে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস দলটাকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্ন। কাইফ ও পাঠান সে বারের দলে ছিলেন।
খুব সামনে থেকে অজি তারকাকে দেখেছেন বলেই কাইফ বলছেন, ‘‘ওয়ার্ন ওঁর সময়ের থেকে অনেকটাই এগিয়েছিল। দলের প্রত্যেকের থেকে সেরাটা বের করে আনতে পেরেছিল। চিন্তাভাবনা খুবই স্বচ্ছ ছিল। পরিস্থিতি অনুযায়ী দ্রুত নিজেকে বদলে ফেলত। এটই ছিল ওয়ার্নের সব থেকে ইতিবাচক দিক।’’
আরও পড়ুন: বর্ণবিদ্বেষ ক্রিকেটেও আছে, তোপ গেলের
আইপিএল-এর প্রথম সংস্করণে রাজস্থান রয়্যালস-কে কেউই ফেভারিট ধরেননি। কিন্তু সে বার চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ার্নের দল। কাইফ বলছেন, ‘‘সে বার আমাদের দলে অনেক পরিবর্তন হয়েছিল। নির্দিষ্ট ব্যাটিং পজিশন বলে কিছু ছিল না কারওর। প্রথম বারের আইপিএল আমরা খুব একটা সিরিয়াসলি নিইনি। কারণ এই ফরম্যাটে আগে কখনও খেলেনি। কিন্তু কয়েকটা ম্যাচ জেতার পরে বুঝতে পেরে গিয়েছিলাম, এই টি-টোয়েন্টি ফরম্যাটকে সবাই গ্রহণ করে নেবে।’’
ইউসুফ পাঠান সে বার দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। সে বার ৪৩৫ রান করেছিলেন তিনি। আটটি উইকেট নিয়েছিলেন পাঠান। ওয়ার্নের নেতৃত্বের প্রশংসা করে পাঠান বলেন, ‘‘আমাদের টিম মিটিংয়ে ওয়ার্ন সব সময়ে ইতিবাচক কথা বলত। আমাদের বলত, প্রথম ম্যাচ হেরে গিয়েছি বলে দারুণ কিছু ক্ষতি হয়ে গিয়েছে এমন নয়। টিম স্পিরিট এবং নিজের সেরাটা দেওয়ার জন্য সবাইকে মোটিভেট করত। টিম মিটিংয়ে এমন ভাষণ দিত যে সবাই নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকত। সব অধিনায়কেরই ওকে দেখে শেখা উচিত।’’
টিম মিটিংয়ের সময়ে ওয়ার্ন বলতেন, ম্যানেজমেন্ট প্রতিটি প্লেয়ারের পাশে রয়েছে। ওয়ার্নের এ হেন পেপ টক-এ ঘুরে দাঁড়ায় রাজস্থান। সে বার চ্যাম্পিয়ন হয় ওয়ার্নের দল। এখনও কাইফ, পাঠানের কাছে রাজস্থান দ্বিতীয় ঘর। সেখানে গেলে মনে পড়ে যায় ওয়ার্নের নেতৃত্ব। আর সেই রূপকথা।