রবিবারের ম্যাচে মিতালি। ছবি টুইটার
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ড্র করলেও একদিনের সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে উড়ে গিয়েছে ভারত। তাদের ২০১ রান অনায়াসেই তুলে দিয়েছে ইংল্যান্ড। হারের জন্য ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংকেও দায়ী করলেন অধিনায়ক মিতালি রাজ।
ম্যাচের পর মিতালি বলেছেন, “যদি আমরা শুরুতে উইকেট নিতে পারি তাহলে বিপক্ষের উপর চাপ তৈরি হয়। জোরে বোলাররা উইকেট না পেলে স্পিনারদের উপর চাপ চলে আসে। তাই জন্যেই ঝুলন (গোস্বামী) ছাড়াও আমাদের আরও জোরে বোলার তুলে আনতে হবে। তাদের বুঝতে হবে পরিস্থিতি কাজে লাগিয়ে কী ভাবে বল করতে হয়।”
রবিবারের ম্যাচে মোট ১৮১টি ডট বল খেলেছে ভারত। অর্থাৎ এতগুলি বলে কোনও রান হয়নি। এই ব্যাপারটাও শোধরানোর আশ্বাস দিয়েছেন মিতালি। বলেছেন, “তিনটে বিভাগেই আমরা বাজে খেলেছি। প্রথম পাঁচ ব্যাটসম্যানের আরও বেশিক্ষণ ক্রিজে থাকা উচিত ছিল। ফিল্ডিংয়েও অনেক উন্নতি দরকার। ডট বল নিয়েও পরের ম্যাচে ভাবনাচিন্তা করতে হবে।”