Virat Kohli

বিশ্বকাপের আগে বিরাট কোহলীর থেকে আগ্রাসন শিখুন মিতালি, চান সুনীল গাওস্কর

চার বছর আগের ওই ফাইনালে ইংল্যান্ডের রান তাড়া করে শেষ দিকে এসে হেরে গিয়েছিল ভারত। তবে রানার্স হলেও মিতালিদের লড়াই প্রশংসিত হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২৩:১৬
Share:

সুনীল গাওস্কর ফাইল চিত্র

আগামী বছর নিউজিল্যান্ডে হবে মহিলাদের বিশ্বকাপ। গত বার ফাইনালে হারের পর এ বার ট্রফি তোলাই লক্ষ্য মিতালি রাজের নেতৃত্বাধীন দলের। সেই দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন সুনীল গাওস্কর। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে, বিরাট কোহলীর নেতৃত্বধীন পুরুষ দলের থেকে আগ্রাসন শেখা উচিত মিতালিদের।

Advertisement

২০১৭ বিশ্বকাপে হারের প্রসঙ্গ টেনে এনে গাওস্কর বলেছেন, “২০১৭-র ওই ফাইনাল স্ত্রী-র সঙ্গে মাঠে বসে দেখছিলাম। তখনই খেয়াল করি, ইংরেজ দল ভারতের লোয়ার অর্ডারকে চেপে ধরেছিল এবং নিজেদের আচরণ দিয়ে ওদের উত্যক্ত করে তুলেছিল। আমি চাই মেয়েরাও বিপক্ষ দলের দিকে চোখ তুলে তাকাক। চোখে চোখ রেখে কথা বলুক। বিরাট কোহলীকেই দেখুন। ও যেমন বিপক্ষের চোখে চোখ রেখে কথা বলে, বাকিরাও তাই করে।”

চার বছর আগের ওই ফাইনালে ইংল্যান্ডের রান তাড়া করে শেষ দিকে এসে হেরে গিয়েছিল ভারত। তবে রানার্স হলেও মিতালিদের লড়াই প্রশংসিত হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement