দিন-রাতের টেস্ট আগুন জ্বালাতে তৈরি স্টার্ক। —ফাইল চিত্র।
গোলাপি বলে ভারতীয় ব্যাটসম্যানদের বল করতে মুখিয়ে রয়েছেন মিচেল স্টার্ক। সব ঠিকঠাক থাকলে, অস্ট্রেলিয়ায় সফর করতে দেখা যেতে পারে বিরাট কোহালিদের। আর সেই সফরেই গোলাপি বলে কোহালিদের পরীক্ষা নিতে চান স্টার্ক।
এখনও পর্যন্ত দিন-রাতের সবক’টি টেস্ট ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। গতবার অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলেে টেস্ট খেলতে চায়নি ভারতীয় দল। তার পরে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পরে ইডেনে দিন-রাতের টেস্ট খেলার আয়োজন করেন মহারাজ।
ভারতের অস্ট্রেলিয়া সফরে একটি দিন-রাতের টেস্ট হবে বলেও আশ্বাস দেওয়া হয়। স্টার্ক বলছেন, ‘‘এই সিরিজে গোলাপি বলে টেস্ট ম্যাচ হলে তা দারুণ হবে। ক্রিকেটভক্তরা পছন্দ করবেন। ব্যাট-বলের লড়াইটাও দারুণ হবে বলেই মনে করছি। ভারতও ওদের ঘরের মাঠে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। ফলে একেবারে যে ওর অপরিচিত এমন নয়। ফলে দু’ দেশের ক্রিকেট লড়াইটা বেশ ভালই জমবে।’’
আরও পড়ুন: বিতর্ক বাড়িয়ে মেসিকে জবাব বার্সা কোচের
তবে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড ভাল। স্টার্ক বলছেন, ‘‘যদি অ্যাডভান্টেজের কথাই বলা হয়, তা হলে বলতেই হবে, দিন-রাতের টেস্টে আমাদের রেকর্ড ভাল।’’ কোহালিরা নিশ্চয় স্টার্কের কথা শুনছেন। আসল সময়ে কীভাবে জ্বলে উঠতে হয়, তা তো বেশ ভালই জানা কোহালিদের