Mahendra Singh Dhoni

টেস্ট ক্রিকেটকে মিস করি: ধোনি

টেস্ট থেকে অবসর নিয়েছেন ২০১৪ সালের ডিসেম্বরে। তার পর টি২০, একদিনের ম্যাচ খেলেছেন। কিন্তু এখনও টেস্ট ক্রিকেটকে মিস করেন মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার থেকেই ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তার আগে বার বার ফিরে আসছে টেস্ট সিরিজকে মিস করার কথা

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ২১:১০
Share:

টেস্ট থেকে অবসর নিয়েছেন ২০১৪ সালের ডিসেম্বরে। তার পর টি২০, একদিনের ম্যাচ খেলেছেন। কিন্তু এখনও টেস্ট ক্রিকেটকে মিস করেন মহেন্দ্র সিংহ ধোনি। বৃহস্পতিবার থেকেই ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তার আগে বার বার ফিরে আসছে টেস্ট সিরিজকে মিস করার কথা। ধোনি বলেন, ‘‘আমি ক্রিকেটের পোকা। খেলা ছেড়ে দিলেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকব। আমি টেস্ট ক্রিকেটকে মিস করি। কারণ, এটা চ্যালেঞ্জিং। কিন্তু আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement

গত জুনেই জিম্বাবোয়েতে ওয়ান ডে সিরিজ খেলে ফিরেছে ধোনির দল। এর পর কোহালিরা ফিরলে দেশের মাটিতে রয়েছে লম্বা সিরিজ। তখন আবার খেলতে দেখা যাবে ধোনিকে। যদিও ধোনি আশাবাদী এই টেস্ট দল নিয়ে। বিশেষ করে বোলারদের পারফর্মেন্সে খুশি তিনি। বলেন, ‘‘আমাদের বোলিংয়ে ভাল সময় ফিরেছে। আমাদের কাছে প্রচুর ট্যালেন্ট রয়েছে। আর সকলেই ফিট। যদিও ক্যারিবিয়ান উইকেট স্লো। তবে সেখান থেকেও সাহায্য পাবে ভারত।’’ ধোনির মতে, স্পিনাররা সাফল্য পাবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তিনি মনে করেন দুটো অনুশীলন ম্যাচ খেলাটা ভারতীয় টেস্ট দলকে অনেকটাই সাহায্য করবে।

আরও খবর

Advertisement

জমি বিতর্কে জড়াল সচিনের নাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement