মিসবা উল হক। ফাইল চিত্র
থুতু দিয়ে বল পালিশ করার পদ্ধতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে আইসিসি-র ক্রিকেট কমিটি। করোনা আতঙ্ক এড়াতে এই পদ্ধতি যে কার্যকরী তারও ব্যাখ্যা দিয়েছে অনিল কুম্বলে নেতৃত্বাধীন কমিটি। কিন্তু এত দিনের অভ্যাস হঠাৎ করে বদলানো কঠিন। ভুল করে থুতুর ব্যবহার করে দিতে পারেন বোলাররা। তাই বোলারদের মুখাবরণ পরে খেলার প্রস্তাব দিলেন বর্তমান পাক কোচ মিসবা উল হক।
তাঁর প্রস্তাব, ‘‘এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। অনিচ্ছাকৃতই হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।’’ যোগ করেন, ‘‘তাই বোলিংয়ের সময় মুখাবরণ ব্যবহার করুক বোলাররা। থুতু ব্যবহার করার সম্ভাবনা আর হয়তো থাকবেই না।’’
মিসবা মনে করেন, পাক পেসাররা সব চেয়ে বেশি সমস্যায় পড়বেন। কারণ, রিভার্স সুইংয়ের উপর নির্ভর করেন শাহিন শাহ আফ্রিদিরা। তাই বলছিলেন, ‘‘আমাদের বোলাররা সব সময় বলের একটি দিকের ওজন বাড়িয়ে রাখার চেষ্টা করে থুতুর সাহায্যে। পুরনো হলে সে দিকেই বাঁক নেয় বল। এখন দেখা যাক, কী ভাবে ওরা মানিয়ে নেয়।’’