Mirabai Chanu

সোনার মেয়ে চানু, বিশ্বমঞ্চে মিলল স্বীকৃতি

এর আগে ১৯৯৪-৯৫ সালে কর্নম মালেশ্বরী ওয়েটলিফটিং-এ বিশ্ব মঞ্চে সোনা জিতেছিলেন। মালেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় মহিলা ওয়েটলিফটার হিসাবে চানু প্রথমে ৮৫ কেজি স্ন্যাচ এবং পরে ১০৯ কেজি ক্লিন-জার্ক তুলে রেকর্ড গড়লেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ১৩:৩৯
Share:

মীরাবাঈ চানু।

নতুন রেকর্ড গড়লেন মণীপুরের মীরাবাঈ চানু। বিশ্ব ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪৮ কেজি বিভাগে বৃহস্পতিবার স্বর্ণ পদক জিতেছেন তিনি।

Advertisement

এর আগে ১৯৯৪-৯৫ সালে কর্নম মালেশ্বরী ওয়েটলিফটিং-এ বিশ্ব মঞ্চে সোনা জিতেছিলেন। মালেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় মহিলা ওয়েটলিফটার হিসাবে চানু প্রথমে ৮৫ কেজি স্ন্যাচ এবং পরে ১০৯ কেজি ক্লিন-জার্ক তুলে রেকর্ড গড়লেন। তাইল্যান্ডের সুকচারোয়েন থুন্যা রুপো এবং আয়ারন্যান্ডের সেগুরা আনা ব্রোঞ্জ জিতেছেন।

আরও পড়ুন: সন্তানদের জন্য টাইগার ফের গল্ফ কোর্সে

Advertisement

মেসির ভাবনায় বিশ্বকাপের ড্র

মার্কিন যুক্তরাষ্ট্রের আনাহেইমে আয়োজিত বিশ্ব ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪৮ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন চানু। গত বছরের রিও অলিম্পিকের থেকে অনেক অনেক গুণ এগিয়ে চানুর এ বারের পারফরম্যান্স। রিও-তে তাঁর পারফরম্যান্স বেশ হতাশ করেছিল। তিন বারের চেষ্টাতেও এই ৪৮ কেজি বিভাগেই তিনি কিছু করতে পারেননি। সেই চানুর এ দিনের পারফরম্যান্স দেশকে ফের সোনা এনে দিল। এর আগে গত সেপ্টেম্বরে চানু অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ সিনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে আগামী বছরের কমনওয়েলথ গেমসে যাওয়ার ছাড়পত্র অর্জন করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement