Michael Vaughan

Michael Vaughan: স্বভাব যাচ্ছে না ভনের, টুইটে মিতালিদের প্রশংসা করে খোঁচা বিরাটদের

ভনের তুমুল সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১৮:১৩
Share:

মাইকেল ভন। ফাইল ছবি

মাইকেল ভনের স্বভাব কিছুতেই পাল্টাচ্ছে না। বারবার ট্রোলড হচ্ছেন, তবু ভারতকে খোঁচা মারার একটা সুযোগও হাতছাড়া করছেন না প্রাক্তন ইংরেজ অধিনায়ক।

Advertisement

বিশ্ব টেস্ট ফাইনালে ভারত হেরে যাওয়ায় সম্ভবত সব থেকে খুশি হয়েছেন ভন। বুধবার ভারতের মহিলা ক্রিকেট দলের প্রশংসা করেছেন তিনি। তবে একই সঙ্গে খোঁটা দিয়েছেন বিরাট কোহলীর দলকে।

ভন টুইট করেছেন, ‘আজ ভারতের মহিলা দল দারুণ খেলছে। দেখে ভাল লাগছে যে ইংল্যান্ডে এসে ভারতের অন্তত একটা ক্রিকেট দল ভাল খেলছে’। এর পরই ভনের তুমুল সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

বুধবার ভারতের মহিলা ক্রিকেট দল দ্বিতীয় একদিনের ম্যাচে ভাল রান তুলেও হেরেছে ইংল্যান্ডের কাছে। হাতছাড়া হয়েছে সিরিজও। তবে শেফালি বর্মা ৫৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন। যদিও ভাল জায়গায় থেকেও ইনিংসের মাঝপথে উইকেট হারানোর রোগ এখনও যায়নি ভারতের।

অন্য দিকে, ইংল্যান্ডে এসে শেষ বার ২০০৭ সালে সিরিজ জিতেছিল ভারত। পরের তিন বারই হারতে হয়েছে। এবার ছবিটা বদলাতে মরিয়া বিরাট কোহলীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement