মাইকেল শুমাখার। —ফাইল চিত্র
জর্ডন ১৯১, এক সময়ের অন্যতম আকর্ষণীয় গাড়ি এ বার বিক্রি হতে চলেছে। দাম প্রায় ১৩ কোটি টাকা। মাইকেল শুমাখার এই গাড়ি চড়েই প্রথম বার ফর্মুলা ওয়ানের মঞ্চে পা রেখেছিলেন।
শুমাখারের তখন মাত্র ২১ বছর বয়স। ১৯৯১ সালে জর্ডন এবং মার্সিডিজের হয়ে নেমেছিলেন তিনি। তবে নামার কথা ছিল বারট্রন্ড গ্যাসটের। তবে ফরাসি এই চালককে জেলে যেতে হয়। এক ট্যাক্সি চালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এমন কাণ্ড ঘটে। সুযোগ পেয়ে যান শুমাখার।
এই জর্ডন ১৯১ গাড়িটি ভক্তদের ভোটে সব চেয়ে আকর্ষণীয় ফর্মুলা ওয়ান গাড়ির তকমা পেয়েছিল। সেই গাড়িই এ বার বিক্রি হবে। ভারতীয় মুদ্রায় দাম পড়বে প্রায় ১৩ কোটি টাকা। তবে এই গাড়ি নিয়ে শুমাখার প্রথম ল্যাপেই থেমে গিয়েছিলেন যান্ত্রিক গণ্ডগোলের কারণে।
জর্ডন ১৯১ ছবি: টূইটার থেকে