বিশ্রামে থাকবেন। তাই মাস ছয়েক পর রিও অলিম্পিক্সে নামবেন না লিওনেল মেসি। আর্জেন্তিনার রেডিও স্টেশনে বলেছেন সে দেশের কোচ জেরার্ডো মার্টিনো। ২০০৮ বেজিং অলিম্পিক্সে মেসি আর্জেন্তিনাকে সোনা জেতান। এ বারও তাঁকে দলে রাখা হতে পারে। তবে মার্টিনো বলছেন, যুক্তরাষ্ট্রে হতে চলা কোপা আমেরিকায় খেললেও ব্রাজিলে অলিম্পিক্সে মেসিকে বিশ্রাম দেওয়া হবে। এই দুই ইভেন্টের পাশাপাশি বিশ্বকাপ কোয়ালিফায়ারেও নামতে হলে মেসির উপর চাপ পড়ে যাবে। বলেছেন মার্টিনো। কোপা আমেরিকা শুরু হচ্ছে ৩ জুন। অলিম্পিক্স তাঁর দু’মাস পর ৫ অগস্ট থেকে।