Messi

মেসি ম্যাজিকে বিলবাওকে হারিয়ে তিন নম্বরে উঠে এল বার্সেলোনা

ম্যাচের ৩ মিনিটে গার্সিয়ার পাস থেকে ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে যায় বিলবাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ১৫:৪৭
Share:

বিলবাওয়ের বিরুদ্ধে মেসি। ছবি: সোশ্যাল মিডিয়া

লিয়োনেল মেসির দাপটে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে জয় পেল বার্সেলোনা। ম্যাচের ৩ মিনিটে গার্সিয়ার পাস থেকে ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে যায় বিলবাও। ১৪ মিনিটে ডে জংয়ের পাস থেকে বার্সাকে সমতায় ফেরান পেদ্রি।

Advertisement

এরপর দুটো গোল মেসির। ৩৮ মিনিটে পেদ্রির পাস থেকে দলকে এগিয়ে দেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে গ্রিজম্যানের পাস থেকে আবারও গোল করেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের একেবারে শেষ লগ্নে বিলবাওয়ের হয়ে ব্যবধান কমান মুনিয়ান।

এই জয়ের ফলে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল বার্সেলোনা। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। টেবিলের শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে। দু’নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement