মেসি সুস্থ নন, রিয়ালে অপেক্ষা অ্যাজ়ারের

শনিবার বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে লেভান্তের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২০
Share:

নজরে: মাদ্রিদে রিয়ালের প্রস্তুতিতে মগ্ন অ্যাজ়ার। এএফপি

বিরতির পরে ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল লিগ শুরু হয়ে যাচ্ছে শনিবার। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নামছে প্রথম দিন। টেবলে এখন শীর্ষে আছে আতলেতিকো দে মাদ্রিদ। তিনটি ম্যাচ খেলে সব ক’টি জিতেছে দিয়েগো সিমিয়োনের ক্লাব। বার্সেলোনা রয়েছে আট নম্বরে (একটি করে জয়, হার, ড্র, পয়েন্ট ৪)। রিয়াল পাঁচে। পয়েন্ট ৫। শনিবার বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে লেভান্তের।

Advertisement

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লিয়োনেল মেসির খেলার সম্ভাবনা নেই। তিনি নিজেই বলেছেন, ‘‘এখনও একা-একা অনুশীলন করছি। কবে মাঠে ফিরব তার কোনও নির্দিষ্ট তারিখ বলতে পারছি না। নানা মেডিক্যাল পরীক্ষা চলছে। একশো ভাগ সুস্থ হয়ে ফিরতে চাই। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলতে পারব না। দেখা যাক ডর্টমুন্ড ম্যাচ (চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে বার্সার খেলা ১৯ সেপ্টেম্বর) বা গ্রানাডার (লা লিগা, ২২ সেপ্টেম্বর) বিরুদ্ধে খেলতে পারি কি না।’’

মেসিকে এখনও না পাওয়া নিয়ে যখন বার্সায় তীব্র হতাশা, ঠিক তখনই সুস্থ এডেন অ্যাজ়ার লা লিগায় প্রথম ম্যাচ খেলবেন বলে রিয়াল মাদ্রিদে উৎসাহের জোয়ার। তাদের ম্যানেজার জ়িনেদিন জ়িদান বলেছেন, ‘‘আপাতত সবাই এডেন কী করে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। ভাল করে জানি, ছেলেটা মারাত্মক চাপে আছে। কারণ ওকে ঘিরে সমর্থকদের বিরাট প্রত্যাশা রয়েছে। তবে ও ভাল কিছু করার জন্য তৈরি। সেটাই এই মুহূর্তে সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’’ জ়িদান যোগ করেন, ‘‘তবে ওকে নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়। একটু সময় দিতেই হবে। চোটের জন্য টানা তিন সপ্তাহ অ্যাজ়ার মাঠের বাইরে ছিল। সবে সাত দিন হল অনুশীলন শুরু করেছে। ও একজন দুর্দান্ত ফুটবলার। সুস্থ হয়ে মাঠে নামলে রিয়াল মাদ্রিদ সমর্থকদের অনেক সাফল্যের মুহূর্ত উপহার দিতে পারবে।’’

Advertisement

ইউরোর যোগ্যতা অর্জন ম্যাচ গোল করে আসা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও শনিবার খেলতে দেখা যাবে। বাইরের মাঠে তাঁদের খেলা ফিয়োরেন্তিনার সঙ্গে। ইটালির লিগ (সেরি আ) টেবলে গোল পার্থক্যে সামান্য পিছিয়ে থাকায় জুভেন্তাস এখন দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা ইন্টার মিলান ও রোনাল্ডোর ক্লাবের পয়েন্ট ৬। চেলসি ছেড়ে আসা ম্যানেজার মাউরিসিয়ো সাররিকে শনিবার কোচের ভূমিকায় দেখা যাবে। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় বেশ কয়েক দিন তাঁকে চিকিৎসার জন্য বিশ্রাম নিতে হয়েছে। সাররির সুবিধে, এই মরসুমে রোনাল্ডোর মতোই ছন্দে আছেন ডগলাস কোস্তা এবং গঞ্জালো ইগুয়াইন। আর্জেন্তিনীয় তারকা ইগুয়াইন বলেছেন, ‘‘আবার রোনাল্ডোর সঙ্গে খেলব ভেবে দারুণ লাগছে। ওকে দেখে মনে হচ্ছে আগের থেকেও যেন বেশি শক্তিশালী। আশা করছি, এ বার জুভেন্তাস সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। সেখানে আমরাও নিজেদের সেরাটা দিয়ে অবদান রাখতে পারব।’’

শনিবার ফরাসি লিগ ওয়ানে নিজেদের মাঠে খেলবে প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)। তাদের প্রতিপক্ষ স্ত্রাসবুর্গ। ফুটবল মহল অধীর অপেক্ষায় আছে, এই ম্যাচে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র খেলেন কি না দেখতে। এই মরসুমে তিনি নিজের পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরে যেতে মরিয়া ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি নিয়ে দু’ক্লাবে সমঝোতা হয়নি। তাই নেমারকে প্যারিসে থেকে যেতে হয়েছে। এখন দেখার এই ঘটনায় প্রভাবিত হয়ে পিএসজি-র সমর্থকরা নেমারের সঙ্গে কী ব্যবহার করেন।

সম্প্রতি ব্রাজিলের জার্সি গায়ে ফ্রেন্ডলি ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে গোল করে ছন্দে আছেন নেমারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement