Mohammedan Sporting

মহমেডান সদস্যদের এবার কার্ড নবীকরণ করতে কোনও টাকা লাগবে না

কোভিড ও লকডাউনের কথা মাথায় রেখে বিনামূল্যে কার্ড নবীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ২০:৫৩
Share:

—ফাইল চিত্র

করোনা অতিমারির জন্য সমর্থকদের বিশেষ সুবিধা দিল মহমেডান স্পোর্টিং ক্লাব। গত এক বছর কোভিডের জন্য একাধিক মানুষ আর্থিক সমস্যায় ভুগছেন। সেটা বিচার করে এ বার ১৮০০-র বেশি সাদা-কালো সদস্যের পাশে দাঁড়ালেন কর্তারা। সাধারণ সদস্যদের কার্ড নবীকরণ করতে হলে ১০০০ টাকা দিতে হয়। কিন্তু কোভিড ও লকডাউনের কথা মাথায় রেখে বিনামূল্যে কার্ড নবীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisement

এই বিষয়ে ক্লাব সচিব দানিশ ইকবাল বলেন, “আমাদের ক্লাবে আর্থিক সমস্যা থাকলেও সদস্যদের সমস্যা আমাদের কাছে সবচেয়ে বড়। তাই একাধিক সদস্যদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আমাদের কর্ম সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা ক্লাবে এসে তাঁদের কার্ড নবীকরণ করতে পারেন। ২০১৯-২০ মরসুমের ক্লাবের কার্ড ও ভোটার কার্ড নিয়ে এসে ক্লাবে যোগাযোগ করলে একেবারে বিনামূল্যে কার্ড নবীকরণ করা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement