গড়াপেটার টোপ মহিলা ক্রিকেটে

জানা গিয়েছে, এই ঘটনা গত ফেব্রুয়ারি মাসের। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছিল ওই ক্রিকেটারকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৩
Share:

প্রতীকী ছবি।

গড়াপেটার কালো ছায়া এখনও তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটকে। এ বার অবশ্য ক্রিকেট জুয়াড়িদের নজরে ভারতের মহিলা ক্রিকেট দল। অভিযোগ, ভারতের এক মহিলা ক্রিকেটারকে নাকি জুয়াড়িরা ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন। যে অভিযোগের ভিত্তিতে সোমবার দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা (এসিইউ)।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা গত ফেব্রুয়ারি মাসের। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছিল ওই ক্রিকেটারকে। যে প্রস্তাব পাওয়ার পরে সে খবর বোর্ডের দুর্নীতি দমন শাখার কাছে জানিয়েছিলেন ওই ক্রিকেটার। দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিংহ শেখাওয়াত সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘সংশ্লিষ্ট ক্রিকেটার যে-হেতু ভারতীয় ক্রিকেট দলের সদস্য এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে, তাই আইসিসি এই নিয়ে তদন্ত করেছে। যারা ওই প্রস্তাব দিয়েছিল, তাদের সতর্কও করেছে আইসিসি। পাশাপাশি আইসিসি আমাদের এও জানিয়েছে, ওই ক্রিকেটার একেবারে ঠিক কাজ করেছে এসিইউ-কে ব্যাপারটা জানিয়ে।’’ বেঙ্গালুরু পুলিশের কাছে রাকেশ বাফনা এবং জিতেন্দ্র কোঠারির বিরুদ্ধে এ বার এফআইআর করা হয়েছে।

শেখাওয়াত আরও বলেন, ‘‘আমরা আইসিসি-র ওই তদন্ত খতিয়ে দেখেছি। ব্যাপারটা কিন্তু বেশ বড়। অভিযুক্ত ব্যক্তিদের যদি শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়, তা হলে তার কোনও মানে হবে না। আমরা সব কিছু জেনে পুলিশের কাছে গিয়েছি। কারণ ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারব না। সেটা আমাদের এক্তিয়ারে পড়ে না। তাই পুলিশ এ বার তদন্ত করবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement