সেঞ্চুরির পর ভারত অধিনায়ক বিরাট কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।
অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন সদ্য বলেছেন, বিরাটকে ঘৃণা করতেই পছন্দ করেন তাঁর দেশের সমর্থক ও ক্রিকেটাররা। কিন্তু, এর ঠিক উল্টো মতামত শোনা গেল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলরের গলায়।
বিশ্বক্রিকেটে বিরাট কোহালিকে অত্যন্ত শক্তিশালী একজন বলে মনে করছেন তিনি। নিজের দায়িত্বকে অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করেন বিরাট, এমনও মনে হয়েছে তাঁর। টেলর বলেছেন, “আমার মনে হয় বিরাট বিশ্ব ক্রিকেটে খুব শক্তিশালী এক ব্যক্তিত্ব। আগ্রাসী ক্রিকেটার ও দেশের প্রতিনিধি, এই দুইয়ের মধ্যে ও ভারসাম্য রক্ষা করে দারুণ ভাবে। আমার মনে হয় ও নিজের দায়িত্বকে অত্যন্ত সম্মানের সঙ্গে পালন করে। আর ওর খেলা দেখলে মনে হয় একেবারে নিজের মেজাজেই থাকে এবং নিজের কাজ খুব ভাল ভাবেই করে। নিজের দায়িত্বটা ও জানে এবং সেটাকে ও সম্মান করে।”
ক্রিকেটের প্রতি ও ক্রিকেটারদের প্রতি বিরাট যে শ্রদ্ধাশীল সেটাও পরিষ্কার করে দিয়েছেন মার্ক টেলর। তিনি বলেছেন, “যখনই কথা বলেছি তখনই ওকে খেলার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল লেগেছে। যাঁরা খেলেছে বা যাঁরা খেলছে, তাঁদের প্রতিও ও শ্রদ্ধাশীল।”
আরও পড়ুন: ‘আপনার অবদান বিশাল’, সৌমিত্রকে টুইটে শেষ শ্রদ্ধা সৌরভের
আরও পড়ুন: ভারতের সর্বকালের অন্যতম সেরা পেসার হবে বুমরা, মনে করেন প্রাক্তন তারকা অজি পেসার