এবিকে দলে ফেরানোর ইঙ্গিত মার্কের

আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই তাঁর এই পরিকল্পনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০৪:০৫
Share:

জল্পনা: ফের বাইশ গজে দেখা যেতে পারে এবি-কে। ফাইল চিত্র

অবসর নেওয়া ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে ফেরানো হতে পারে জাতীয় দলে। রবিবার এমন ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত হেড কোচ মার্ক বাউচার। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই তাঁর এই পরিকল্পনা।

Advertisement

রবিবার সাংবাদিকদের বাউচার বলেন, ‘‘যখন আপনি বিশ্বকাপে দল নিয়ে যাবেন, তখন অবশ্যই চাইবেন সেরা ক্রিকেটার সেই দলে থাকুক। যদি আমার মনে হয়, ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার, তা হলে ওর সঙ্গে আলোচনা করব না-ই বা কেন? ইচ্ছা রয়েছে অবসরে চলে যাওয়া বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলার। ’’ যোগ করেন, ‘‘ যদি দেখা যায়, একাধিক বিষয় নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, তা হলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ভালর জন্য যা করা দরকার, তা-ই করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement