সেরিনার পরিবর্তে মাশা

মেলবোর্ন পার্কে শারাপোভা ২০০৮ সালের চ্যাম্পিয়ন। ২০০৭, ২০১২ এবং ২০১৫ সালেও টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০৪:১২
Share:

গ্র্যান্ড স্ল্যামে নামার অনুশীলন শারাপোভার। ছবি: গেটি ইমেজেস

অস্ট্রেলিয়া ওপেনের ড্র অনুষ্ঠানে রজার ফেডেরারের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যাবে মারিয়া শারাপোভাকে। গত বারের চ্যাম্পিয়ন সেরিনা উইলিয়ামসের থাকার কথা ছিল এই অনুষ্ঠানে। যা হবে বৃহস্পতিবার। কিন্তু এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। তাই এ বছর বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে নামছেন না সেরিনা। তাঁর জায়গায় তাই রুশ তারকা হাজির থাকবেন।

Advertisement

মেলবোর্ন পার্কে শারাপোভা ২০০৮ সালের চ্যাম্পিয়ন। ২০০৭, ২০১২ এবং ২০১৫ সালেও টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। মার্গারেট কোর্ট এরিনায় এ বারের অস্ট্রেলিয়ার ওপেনের ড্র সরাসরি সম্প্রচারিত হবে। টেনিস ভক্তরা এই অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন অর্থ অনুদান করে। এই অর্থ চলে যাবে অস্ট্রেলিয়া টেনিস ফাউন্ডেশনে। ডোপিং কেলেঙ্কারিতে জড়ানোর শাস্তি কাটিয়ে কোর্টে ফেরার পরে ফের বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে মাশার সামনে বড় সুযোগ এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement