দল নিয়ে উদ্বেগে কিবু। ফাইল চিত্র
খেতাব প্রায় হাতের মুঠোয় এসে গেলেও কিবু ভিকুনার আশঙ্কা যাচ্ছে না। পাহাড়ে গিয়ে ট্রাউ ম্যাচ জেতার চব্বিশ ঘণ্টার মধ্যে জোসেবা বেইতিয়াদের তিনি বলে দিলেন, ‘‘ইন্ডিয়ান অ্যারোজ ছাড়া বাকি যে দলগুলো আই লিগে খেলছে, তাদের মধ্যে সব চেয়ে বেশি দৌড়য় চেন্নাই। ওদের বিরুদ্ধে জেতা সহজ হবে না।’’
ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি (৫ মার্চ) এবং আইজল এফসির (১০ মার্চ) বিরুদ্ধে জিততে পারলেই পাঁচ বছর পরে ফের গোষ্ঠ পাল সরণির তাঁবুতে কার্যত ট্রফি ঢুকে পড়বে। ইম্ফল থেকে সোমবার শহরে ফিরেছেন ফ্রান গঞ্জালেসরা। আজ, মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু হবে চেন্নাই ম্যাচের। কিবু বলেন, ‘‘লক্ষ্যের আশি শতাংশ কাছাকাছি পৌঁছেছি। এখনও অনেক পথ বাকি।’’
চোটের জন্য চেন্নাইয়ের বিরুদ্ধে নেই ড্যানিয়েল সাইরাস। লাল কার্ড দেখায় খেলবেন না কোমরান তুর্সুনভ। কিবু বললেন, ‘‘খেলবে মোহনবাগান। কোনও ফুটবলারের থাকা বা না থাকা নিয়ে কিছু বলার নেই। ’’
এ দিকে, শুভ ঘোষের পরে ফের আর এক প্রতিশ্রুতিমান স্ট্রাইকারকে ট্রাউয়ের বিরুদ্ধে মাঠে নামিয়ে তৃপ্ত কিবু। জামশিদ নাসিরির ছেলে কিয়ানকে নামানোর ঝুঁকি নিয়েছিলেন স্পেনীয় কোচ। মোহনবাগান কর্তাদের দাবি, ক্লাবের আই লিগ খেলার ইতিহাসে কিয়ানই সব চেয়ে কমবয়সি ফুটবলার, যিনি সবুজ-মেরুন জার্সি পরে নেমেছেন। ট্রাউ ম্যাচে জেতার পরে ড্রেসিংরুমে কিয়ানকে উদ্বুদ্ধ করতে পুরো দল একসঙ্গে হাততালি দেয় কিবুর নির্দেশে। আপ্লুত কিয়ান বলেন, ‘‘এটা আমার কাছে একটা বড় প্রেরণা। আমি সকলের সঙ্গে এই জয় ও খেলা উপভোগ করছি।’’