English premiere League

আজ ইপিএলে মোরিনহো বনাম সোলসার

অক্টোবরের সেই ম্যাচের পরে আজ, রবিবার আবার মুখোমুখি হচ্ছে দুই দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ০৬:৫৯
Share:

পরীক্ষা: টটেনহ্যামকে হারাতে মরিয়া সোলসার। টুইটার

গত বছরের অক্টোবরে ইপিএলে টটেনহ্যামের কাছে ১-৬ গোলে হেরে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যে হার এখনও কষ্ট দেয় ওল্ড ট্র্যাফোর্ডের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসারকে। তিনি বলেছেন, ‘‘ওই ম্যাচে আমাদের সম্মান নষ্ট হয়েছিল বিশ্রী ভাবে। হারের ব্যাখ্যা আজও খুঁজে পাই না। মনে হয় সে দিন আমরা আমাদের মধ্যেই ছিলাম না।’’

Advertisement

অক্টোবরের সেই ম্যাচের পরে আজ, রবিবার আবার মুখোমুখি হচ্ছে দুই দল। টটেনহ্যা ম্যানেজার জোসে মোরিনহো বলেছেন, ‘‘আমার মনে হয় বারবার ৬-১ গোলে জেতা সম্ভব নয়। দুই বড় ক্লাবের লড়াইয়ে এ রকম ফল একটা দুর্ঘটনাই।’’ এ দিকে, শনিবার দশজনের লিডস ইউনাইটেডের কাছে ১-২ গোলে হেরে গিয়েছে লিগ টেবলের শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটি। অন্য ম্যাচে লিভারপুল ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে। চেলসি ৪-১ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে। বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখ এবং ইউনিয়ন বার্লিনের ম্যাচ শেষ হয় ১-১ গোলে। সেরি আ-তে এসি মিলান ৩-১ গোলে হারায় পারমাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement