উৎসব: ম্যান ইউকে এগিয়ে দেওয়ার পরে ব্রুনো। গেটি ইমেজেস।
ম্যান সিটি ০ • ম্যান ইউ ২
লিভারপুল ০ • ফুলহ্যাম ১
ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের দিন! ম্যাঞ্চেস্টার ডার্বিতে হেরে গেল পেপ গুয়ার্দিওলার দল। তাদের রথের চাকা থামল টানা ২১ ম্যাচে জয়ের পরে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জিতল ২-০ গোলে। গোল করলেন ব্রুনো ফের্নান্দেস (২ মিনিট, পেনাল্টি) ও লিউক শ (৫০ মিনিট)। পয়েন্ট টেবলে শীর্ষে থাকা ম্যান সিটি অবশ্য এখনও অনেকটাই এগিয়ে। তাদের থেকে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব পিছিয়ে ১১ পয়েন্ট। দ্বিতীয় ম্যান ইউয়ের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৪। সমসংখ্যক ম্যাচে ম্যান
সিটি সেখানে ৬৫।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও কিন্তু প্রিমিয়ার লিগে বাইরের মাঠে টানা ২২টি ম্যাচে অপরাজিত থাকল। রবিবার খেলার ৩০ সেকেন্ডের মধ্যে গ্যাব্রিয়েল জেসুস পেনাল্টি বক্সে ফাউল করেন অ্যান্থনি মার্সিয়ালকে। তাতে পেনাল্টি পায় রেড ডেভিলস এবং ১-০ করেন ব্রুনো। তবে সেরা গোলটি করেন শ। একটা প্রতিআক্রমণ থেকে মার্কাস র্যাশফোর্ডের সঙ্গে কয়েকটি পাস খেলে দুরন্ত নীচু শটে
তিনি ২-০ করেন।
এ দিকে লিভারপুলের অবিশ্বাস্য পতনও অব্যাহত। ঘরের মাঠে আবার হেরে গেলেন মহম্মদ সালাহরা। টানা ছ’ম্যাচে। এ বার পয়েন্ট টেবলের অনেকটাই নীচের দিকে থাকা ফুলহ্যাম হারাল ১-০ গোলে। ৪৫ মিনিটে একমাত্র গোলটি করলেন মারিয়ো লেমিনা। ২০১২-র পরে এই প্রথম অ্যানফিল্ডে জিতল ফুলহ্যাম।