গোল করার মুহূর্তে ম্যান ইউয়ের অ্যাঞ্জেল গোমস।—ছবি এএফপি।
টটেনহ্যাম ১ • ম্যান ইউ ২
তাদের অ্যাকাডেমি থেকে উঠে আসা তরুণ প্রতিভারাই প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে নজর কাড়ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে। এই মুহূর্তে চার ম্যাচের অস্ট্রেলিয়া ও এশিয়া সফরে ব্যস্ত ম্যান ইউ। যেখানে প্রতি ম্যাচেই গোল করে বা করিয়ে নজর কেড়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাকাডেমি থেকে উঠে আসা তরুণ ফুটবলারেরা।
বৃহস্পতিবারে সাংহাইয়ে আয়োজিত আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারকে ২-১ হারাল ম্যান ইউ। যেখানে খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে গোল করে সোলসারের দলের জয় আনলেন ম্যান ইউ অ্যাকাডেমি থেকেই উঠে আসা ১৮ বছরের অ্যাঞ্জেল গোমস। খেলার শেষ লগ্নে বিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জয়সূচক গোল করেন তিনি। প্রথমার্ধের ২১ মিনিটে অ্যান্থনি মার্সিয়ালের গোলে এগিয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বিরতিতে ১-০ এগিয়ে ছিলেন পল পোগবারাই। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে লুকাস মউরার গোলে খেলায় সমতা ফিরিয়ে এনেছিল টটেনহ্যাম। কিন্তু শেষ হাসি সোলসারের দলের মুখেই।