EPL

লিভারপুলের কাছে ৪ গোল খেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

বৃহস্পতিবারও মাঠের বাইরে তীব্র প্রতিবাদ করেন ম্যান ইউ সমর্থকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৬:৪৩
Share:

গোল করছেন সালাহ। ছবি রয়টার্স

ইপিএল-এ চিরশত্রু লিভারপুলের কাছে ২-৪ ব্যবধানে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ঘরের মাঠে ওল্ড ট্র্যাফোর্ডে দেখতে হল হার। লেস্টারের পর টানা দ্বিতীয় ম্যাচে হারল ওয়ে গুন্নার সোলসারের দল। জিতে প্রথম চারে শেষ করার আশা বাঁচিয়ে রাখল লিভারপুল।

Advertisement

২ মে এই খেলা হওয়ার কথা থাকলেও ম্যান ইউ সমর্থকদের তাণ্ডবে ম্যাচ বাতিল করে দিতে হয়। বৃহস্পতিবারও নাটক কম হয়নি। প্রথমে মাঝরাস্তায় আড়াআড়ি গাড়ি দাঁড় করিয়ে লিভারপুলের বাস আটকে দেন দুই ম্যান ইউ সমর্থক। স্টেডিয়ামের বাইরে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে দলের মালিক গ্লেজার পরিবারের প্রতি ক্ষোভ উগরে দিতে থাকেন।

ব্রুনো ফের্নান্দেস ১০ মিনিটে ম্যান ইউকে এগিয়ে দিলেও এরপরে দাপট দেখায় লিভারপুল। দিয়োগো জোতা এবং রবার্তো ফিরমিনোর জোড়া গোলের দাপটে একসময় ৩-১ এগিয়ে যায় তারা। খেলার শেষ মিনিটে গোল করেন মহম্মদ সালাহ।

Advertisement

যদিও ফুটবলারদের উপরে দোষ চাপাতে চাননি সোলসার। বলেছেন, “আমরা ভালই খেলেছি। টানা খেলার ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেনি। ওরা এটার সঙ্গে মানিয়ে নিয়েছে। হ্যাঁ, প্রস্তুতিতে একটু খামতি ছিল। কিন্তু সেটাকে আমরা অজুহাত হিসেবে দেখাতে রাজি নই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement