Manchester City

করোনায় আক্রান্ত ম্যাঞ্চেস্টার সিটির জেসুস, ওয়াকার

শুধু ফুটবলাররাই নন, ম্যান সিটির দুই সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ম্যাঞ্চেস্টার শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ২২:৪৭
Share:

—ছবি রয়টার্স।

সামনেই টানা তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে সমস্যায় পড়ল ম্যাঞ্চেস্টার সিটি। দলের দুই ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস এবং কাইল ওয়াকার করোনায় আক্রান্ত। ফলে আগামী দু’সপ্তাহ তাঁদের পাওয়া যাবে না।

Advertisement

শুধু ফুটবলাররাই নন, ম্যান সিটির দুই সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আপাতত স্বেচ্ছাবন্দি থাকবেন। কাল, শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে তাঁকে পাবেন না কোচ পেপ গুয়ার্দিওলা। শুধু তাই নয়, ২৮ ডিসেম্বর এভারটন এবং ৩ জানুয়ারি চেলসির বিরুদ্ধেও তাঁদের পাওয়া যাবে না।

তবে গুয়ার্দিওলা আশান্বিত হতে পারেন এটা ভেবে যে, জেসুসের সম্ভাব্য পরিবর্ত সের্জিও আগুয়েরো সুস্থ হয়ে উঠেছেন। বুধবার আর্সেনালের বিরুদ্ধে লিগ কাপের ম্যাচে ১২ মিনিট খেলেছিলেন।

Advertisement

আরও পড়ুন: ম্যাচের পরেই ফাওলাররা কথা বলতে পারবেন রেফারিদের সঙ্গে

এ দিকে, মে মাসেই দু’বার করোনার নিয়ম ভেঙে বিপদে পড়েছিলেন ওয়াকার। ক্ষমাও চেয়েছিলেন। প্রিমিয়ার লিগে এখন অষ্টম স্থানে রয়েছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের থেকে আট পয়েন্ট পিছনে।

আরও পড়ুন: খেলার মাঠে ব্রাত্য খেলোয়াড়রাই, জ্বলজ্বল করছে শুধু নেতাদের নাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement