EPL

২ গোলে এগিয়ে থেকেও হার সিটির, লেস্টারকে হারিয়ে প্রতিশোধ চেলসির

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে বাকি আর ১০ দিন। তার আগে ফাইনালে ওঠা দুই ক্লাবে দুই চিত্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৫:৫৫
Share:

গোলের পর চেলসি ফুটবলারদের উচ্ছ্বাস ছবি রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে বাকি আর ১০ দিন। তার আগে ফাইনালে ওঠা দুই ক্লাবে দুই চিত্র। ইপিএল জয়ী ম্যাঞ্চেস্টার সিটি ২ গোলে এগিয়ে থেকেও হেরে গেল ব্রাইটনের কাছে। অন্যদিকে, লেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপ ফাইনালে হারের বদলা নিল চেলসি। দুটি ম্যাচেই দেখা গেল দর্শকদের।

Advertisement

সিটির ডিফেন্ডার হোয়াও ক্যানসেলো ম্যাচের ১০ মিনিটেই লাল কার্ড দেখেন। তবে তার আগেই সিটিকে এগিয়ে দিয়েছিলেন ইলখাই গুন্ডোয়ান। দ্বিতীয়ার্ধে ফিল ফোডেন ব্যবধান বাড়ান। এরপরেই ম্যাচ থেকে হারিয়ে যায় সিটি। পরপর গোল করে যান লিয়ান্দ্রো ট্রোসার্ড, অ্যাডাম ওয়েবস্টার এবং ড্যান বার্ন।

প্রথমার্ধে চেলসির টিমো ওয়ের্নারের দুটি গোল বাতিল করেন ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসিকে এগিয়ে দেন আন্তোনিও রুডিগার। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান জর্জিনহো। কেলেচি ইহিয়ানাচো এক গোল শোধ করলেও জয়সূচক গোল পায়নি লেস্টার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement