মালয়েশিয়ায় পরীক্ষা শুরু সিন্ধু, সাইনাদের

তবে বাজ়েলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি টানা বেশ কয়েকটি প্রতিযোগিতায় প্রথম দিকেই ছিটকে গিয়েছেন। যার মধ্যে ডিসেম্বরে ওয়ার্ল্ড টুর ফাইনালসও রয়েছে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০৪:৫৮
Share:

পি ভি সিন্ধু। ফাইল চিত্র

নতুন মরসুমে পি ভি সিন্ধুর অভিযান শুরু হচ্ছে মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ প্রতিযোগিতা থেকে। মঙ্গলবার থেকে যা শুরু। বিশ্বের ছ’নম্বর সিন্ধুর গত মরসুমে স্বপ্নপূরণ হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। তবে বাজ়েলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি টানা বেশ কয়েকটি প্রতিযোগিতায় প্রথম দিকেই ছিটকে গিয়েছেন। যার মধ্যে ডিসেম্বরে ওয়ার্ল্ড টুর ফাইনালসও রয়েছে। গত বার এই প্রতিযোগিতাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

Advertisement

সাত মাস পরেই অলিম্পিক্স। তাই নিশ্চিত ভাবে গত বছরের ভুল-ভ্রান্তি শুধরে মালয়েশিয়া মাস্টার্স থেকেই জয়ের ধারা ধরে রাখতে মরিয়া সিন্ধু। প্রথম রাউন্ডে ষষ্ঠ বাছাই সিন্ধুর প্রতিপক্ষ তুলনামূলক ভাবে সহজ। তাঁকে খেলতে হবে রাশিয়ার ইভজেনিয়া কোসেতস্কায়ার বিরুদ্ধে। এই বাধা পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হতে পারেন বিশ্বের এক নম্বর চিনা তাইপের তাই জু ইংয়ের। সিন্ধু ছাড়া মেয়েদের সিঙ্গলসে ভারতের অপর বাজি সাইনা নেহওয়ালকে প্রথম রাউন্ডে খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে আসা খেলোয়াড়ের বিরুদ্ধে।

পুরুষদের সিঙ্গলসে আবার ভারতের কিদম্বি শ্রীকান্তের প্রথমেই পরীক্ষা দ্বিতীয় বাছাই চিনা তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে। শ্রীকান্ত নতুন মরসুমে আরও জোর দেওয়ার জন্য এ বার প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। পাশাপাশি বি সাই প্রণীত, যিনি গত মরসুমে ভারতীয় পুরুষ খেলোয়াড়দের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সব চেয়ে উপরে শেষ করেছিলেন তিনি। তাঁর প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বী ডেনমার্কের রাসমাস জেমকে। আর এক ভারতীয় তারকা সমীর বর্মা প্রথম রাউন্ডে নামবেন তাইল্যান্ডের কান্টাফোন ওয়াংচারোয়েনের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement