মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর বাবা মা ফাইল চিত্র
আইপিএল-এর মাঝেই মহেন্দ্র সিংহ ধোনির বাবা মা আক্রান্ত হয়েছিলেন করোনায়। বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তাঁরা। শারীরিক অবস্থা খুব ভাল না হওয়ায় রাঁচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁরা। বুধবারই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি ফেরার অনুমতি পান ধোনির পান সিংহ ধোনি ও দেবকী সিংহ ধোনি।
সুস্থ থাকলেও এখনও বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁদের। ২১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে বাবা-মার আক্রান্ত হওয়ার খবর পান চেন্নাই সুপার কিংস অধিনায়ক। তাঁদের অসুস্থতার খবর পেয়েও দলের স্বার্থের কথা মাথায় রেখে রাঁচি যাননি ধোনি। পরপর ম্যাচ, তার ওপর জৈব সুরক্ষা বলয় থেকে একবার বেরিয়ে গেলে ৭ দিন নিভৃতবাস কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে হত তাঁকে। এসব কিছু মাথায় রেখে ক্রিকেট নিয়েই পড়ে থেকেছেন তিনি।
তবে, বাবা মায়ের খবর নিয়মিত নিয়েছেন চেন্নাই অধিনায়ক। খেলার ফাঁকেই তাঁদের চিকিৎসার সব ব্যবস্থা নিজেই করেন ধোনি। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
পরপর পাঁচ ম্যাচ জিতে শীর্ষে রয়েছে ধোনির দল। বুধবারও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সাত উইকেটে জয় পায় সিএসকে।