Mahendra Singh Dhoni

ধোনি ৩৯, দশ বছরের মধ্যে হবেন সিএসকে ‘বস’

ধোনিকে নিয়ে তাঁর মুগ্ধতা প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২০ ০৫:০৮
Share:

সঙ্গী: জন্মদিনে প্রিয় পোষ্যের সঙ্গে ধোনি। ছবি পোস্ট করেছেন ধোনির স্ত্রী সাক্ষী।

মঙ্গলবার ৩৯ বছরে পা দিলেন তিনি। আর সেই দিনেই চেন্নাই সুপার কিংস দলের চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন বলে দিলেন, আগামী দশ বছরের মধ্যে সিএসকে-র বস হতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

একটি চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত আলোচনায় বিশ্বনাথন বলেছেন, “আমার মনে হচ্ছে, দশ বছর পরে ধোনির স্থায়ী ঠিকানা হতে চলেছে চেন্নাই। ও-ই সিএসকে দলের বস হবে।” আরও বলেছেন, “দলের সেরা খেলাটা ধোনি সহজে বার করে আনতে পারে। তাই সকলে ওকে থালা (নেতা) বলে।”

এ দিকে, ধোনিকে নিয়ে তাঁর মুগ্ধতা প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের সোশ্যাল মিডিয়ায় সৌরভ সাক্ষাৎকারে মায়াঙ্ক আগরওয়ালকে বলেছেন, ‍‘‍‘বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ধোনিকে নেওয়ার কথা বলেছিলাম নির্বাচকদের। আমি খুশি ভারতীয় ক্রিকেট মহেন্দ্র সিংহ ধোনিকে পেয়েছিল। কারণ ও একজন অবিশ্বাস্য ক্রিকেটার।’’

Advertisement

আরও পড়ুন: সতর্ক স্টোকস, নতুন নিয়মে তৈরি হোল্ডার

বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক সিরিজ ভাল হয়নি ধোনির। পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচেও ব্যর্থ হন। সৌরভ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাঁর ব্যাটিং অর্ডার তিনে তুলে আনেন। বিশাখাপত্তনম ম্যাচে ১২৩ বলে ১৪৮ রান করেন ধোনি। সৌরভের স্মৃতিচারণ, ‍‘‍‘ধোনি কিন্তু শুধু ফিনিশার নয়। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে এনেছিলাম।’’

ধোনিকে শুভেচ্ছা জানিয়ে স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে লেখেন, ‍‘‍‘জীবনের আরও একটা বছর পেরিয়ে গেলে। আরও কিছু চুল পাকল। এতে আরও ব্যক্তিত্বময় ও সুন্দর লাগছে। শুভ জন্মদিন হাজব্যান্ড।’’

আরও পড়ুন: এশিয়া কাপ বাতিল, দেশে না হলে বিদেশে আইপিএল

ভারতীয় কোচ রবি শাস্ত্রীর টুইট, ‍‘‍‘শুভ জন্মদিন তরুণ তারকা! দুর্দান্ত ভাবে জন্মদিন কাটাও কিংবদন্তি।’’ বিরাট কোহালির টুইট, ‍‘‍‘শুভ জন্মদিন মাহি ভাই। সুস্থ ও সুখী হোক জীবন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement