Mahendra singh dhoni

লুক পাল্টে হঠাৎই নয়া অবতারে হাজির মহেন্দ্র সিং ধোনি, দেখুন ছবি

গত বছর আইপিএলের পর থেকে তাঁকে ক্রিকেট খেলতে দেখা যায়নি। ব্যস্ত ছিলেন রাঁচিতে নিজের ফার্ম নিয়েই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১১:৪০
Share:

ধোনির নতুন লুক দেখে চমকে গিয়েছেন ভক্তরা। ছবি টুইটার

গত বছর আইপিএলের পর থেকে তাঁকে ক্রিকেট খেলতে দেখা যায়নি। ব্যস্ত ছিলেন রাঁচিতে নিজের ফার্ম নিয়েই। বাগান করাই হোক বা কড়কনাথ মুরগির অর্ডার দিয়ে পরে বাতিল করা, তাঁকে কোনও সময়েই সে ভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। ইনস্টাগ্রামে স্ট্রবেরি খাওয়ার ভিডিয়ো দিয়েছিলেন মাঝে। সেই মহেন্দ্র সিংহ ধোনি হঠাৎই নয়া অবতারে সামনে এসে চমকে দিলেন ভক্তদের।

Advertisement

মুম্বইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করতে হাজির হয়েছিলেন ধোনি। সেখানেই তাঁর নতুন ‘লুক’ ধরা পড়েছে। কিছু অনুরাগী ধোনির নতুন অবতারের রূপ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, নিজের প্রিয় দাড়ি কেটে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রয়েছে হালকা খোঁচা খোঁচা দাড়ি। বদল এসেছে চুলের স্টাইলেও। আগের থেকে অনেক বেশি যেন তরুণ লাগছে তাঁকে।

গত এক বছরে তাঁকে প্রায়ই লুক বদলাতে দেখা গিয়েছে। লকডাউনের সময় সাদা দাড়ির ‘বুড়ো’ ধোনিকে দেখে চমকে গিয়েছিলেন ভক্তরা। আইপিএলের সময় দাড়ি থাকলেও রং ছিল কালো। এবার দাড়িই প্রায় অদৃশ্য।

Advertisement

অনাবশ্যক প্রকাশ্যে আসা কোনওদিনই পছন্দ করেন না ধোনি। বরাবর লোকচক্ষুর আড়ালে থাকাই পছন্দ তাঁর। সেই ধোনিকে নয়া অবতারে দেখে উল্লসিত ভক্তরা। আর কয়েকমাস পরেই আইপিএল। সেখানে তাঁকে কোন অবতারে দেখতে পাওয়া যায়, আপাতত তারই অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement