ইস্টবেঙ্গল ক্লাবে মদন মিত্র নিজস্ব চিত্র
হলুদ ধুতি, লাল পাঞ্জাবি পরে পুরোপুরি ইস্টবেঙ্গলের রঙে নিজেকে রাঙিয়ে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবে হাজির হয়েছিলেন মদন মিত্র। প্রতিশ্রুতি মতোই লাল-হলুদে এসে নিজের এক মাসের বেতন ক্লাবের হাতে তুলে দিলেন তিনি। নিজে মোহনবাগানের ভক্ত হলেও বাংলার ফুটবলের জন্য বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ফের সেই দৃশ্যের সাক্ষী থাকল ময়দান।
চুক্তি জটে জেরবার ইস্টবেঙ্গলের জন্য নিজের একমাসের বেতন তুলে দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন বুধবারই। সেই কথা রাখলেন মদন। সমর্থকদের একাংশের বিক্ষোভে উত্তাল হয়েছিল লেসলি ক্লডিয়াস সরনী। বিক্ষুব্ধ সমর্থকদের হটাতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছিল। এই পরিস্থিতিতে ব্যথিত হয়েছিলেন মদন। ফেসবুক লাইভে এসে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার সেই কথা মতো কাজ করলেন তিনি। ইস্টবেঙ্গল ক্লাবে এসে তিনি জানান, ‘‘কাল যা ঘটেছে একেবারেই ঠিক হয়নি। সমর্থকদের আবেগের কথাও ভাবা উচিত।’’