FA Cup

শেষ আটে চেলসি, হার সালাহদের

মঙ্গলবার রাতে প্রথম একাদশে সাতটি পরিবর্তন করেছিলেন ক্লপ। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০৫:৩২
Share:

হতাশ: ওয়াটফোর্ডের বিরুদ্ধে হারের পর সালাহ।—ছবি এপি।

বিপর্যয় অব্যাহত লিভারপুল শিবিরে। দু’সপ্তাহে এই নিয়ে তৃতীয় বার ম্যাচ হেরে মাঠ ছাড়লেন মহম্মদ সালাহরা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে গত ১৯ ফেব্রুয়ারি হেরেছিল লিভারপুল। দশ দিনের মধ্যেই দ্বিতীয় ধাক্কা ওয়াটফোর্ড ম্যাচে। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৪৪টি ম্যাচ অপরাজিত থেকে খেলতে নামা লিভারপুলকে ৩-০ চূর্ণ করে ওয়াটফোর্ড। এ বার য়ুর্গেন ক্লপের এফএ কাপ জয়ের স্বপ্ন ধ্বংস হয়ে গেল চেলসির কাছে হেরে।

Advertisement

মঙ্গলবার রাতে প্রথম একাদশে সাতটি পরিবর্তন করেছিলেন ক্লপ। কিন্তু তাতেও ছবিটা বদলায়নি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১৩ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন উইলিয়ান। ৬৪ মিনিটে গোল করে চেলসির এফএ কাপের শেষ আটে খেলা নিশ্চিত করেন রস বার্কলি। শেষ আটে উঠল নিউক্যাসল ইউনাইটেডও। তারা ৩-২ হারাল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement