ছবি: পিটিআই
দুর্দান্ত প্রতি আক্রমণে গোল ভারতের। পাকিস্তানের গোলকিপারকে বোকা বানিয়ে গোল ললিতের।
লম্বা বল পেয়েছিলেন শামসের। রক্ষণের ভুলে গোল হজম করল পাকিস্তান।
ভারতের গোলকিপারের কিছু করার সুযোগ ছিল না।
কাউন্টার অ্য়াটাকে দারুণ গোল ভারতের। বাঁ দিক থেকে সুখজিতের পাসে গোল বরুণ কুমারের।
পেনাল্টি কর্নার থেকে গোল করলেন সুফিয়ান খান মহম্মদ।
পেনাল্টি কর্নার থেকে এত জোরে হরমনপ্রীতের ড্র্যাগ ফ্লিক যে পাকিস্তানের গোলকিপার দেখতেই পেলেন না।
আবার পেনাল্টি থেকে ভারতকে এগিয়ে দিলেন হরমনপ্রীত। হ্যাটট্রিক হল তাঁর।
ললিত ফিল্ড গোল করলেন। বল তাঁর পায়ে লেগেছিল কিনা, তা অনেকক্ষণ দেখলেন ভিডিয়ো আম্পায়ার। শেষ পর্যন্ত গোল দিলেন।
ভারত এগিয়ে ২-০ গোলে। দাপটও তাদের বেশি। শুরু থেকেই আক্রমণ করছে তারা।
পেনাল্টি কর্নার নয়, পেনাল্টি স্ট্রোক থেকে গোল করলেন হরমনপ্রীত সিংহ। গোলকিপার ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন আম্পায়ার।
মনদীপ সিংহের গোলে এগিয়ে গেল ভারত। জটলার মধ্যে থেকে গোল করলেন মনদীপ।
এখনও পর্যন্ত এশিয়াডে ভারত দিয়েছে ৩৬টি গোল, পাকিস্তান ৩৪টি।