Lionel Messi

মেসির ফ্রি কিকের কাছে হেরে গেলেন রোনাল্ডো, দেখে নিন সেই ভিডিয়ো

রোনাল্ডোও পারলেন না। মেসির মাথায় উঠল শিরোপা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ১৯:৪৪
Share:

লিয়োনেল মেসির মুকুটে নতুন পালক। ছবি: এএফপি।

লিভারপুলের বিরুদ্ধে লিয়োনেল মেসির ফ্রি কিক থেকে করা গোলটাকেই সেরা বেছে নিয়েছে উয়েফা ডট কম।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্বে মেসির বাঁক খাওয়ানো ফ্রি কিক আছড়ে পড়েছিল ইংল্যান্ডের ক্লাবটির জালে। সেই ম্যাচে বার্সা ৩-০ জিতেছিল। সেমিফাইনালের দ্বিতীয় পর্বে অবশ্য লিভারপুল মাটি ধরায় বার্সাকে।

প্রথম পর্বে তিন গোলে ম্যাচ জিতলেও দ্বিতীয় পর্বে চার গোল হজম করতে হয় বার্সাকে। দু’ লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে লিভারপুল পৌঁছে যায় ফাইনালে। ফাইনালে টটেনহামকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় লিভারপুল। ফাইনালে পৌঁছতে না পারলেও মেসির গোল জিতে নেয় সেরা গোলের মুকুট। বার্সার মহাতারকার সঙ্গে লড়াইয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।

Advertisement

আরও পড়ুন: উলফ-প্লাজার পরামর্শ নিয়ে মোহনবাগানে আসছেন ক্যাম্পবেলের স্নেহধন্য ‘সায়ো’

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের শতবর্ষে যোগ দিতে কলকাতার উদ্দেশে রওনা দিলেন বাদশা

মেসির গোল সেরা নির্বাচিত হওয়ায় ছিটকে গেলেন সিআর সেভেন। বছর দুয়েক পরে চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলের পুরস্কার জিতলেন মেসি। গতবার অবশ্য রোনাল্ডোর মাথায় উঠেছিল সেরা গোলের শিরোপা। গত বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে বাই সাইকেল কিক থেকে গোল করেছিলেন পর্তুগিজ মহানায়ক। এ বার মেসির বাঁ পায়ের অসাধারণ ফ্রি কিক পিছনে ফেলে দেয় রোনাল্ডোকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement