গোলের পর উচ্ছ্বাস মেসির। ছবি রয়টার্স
সেভিয়ার কাছে হারের পর ঘুরে দাঁড়াল বার্সেলোনা। শনিবার রাতে আলাভেসকে উড়িয়ে দিল ৫-১ ব্যবধানে। জোড়া গোল করলেন লিয়োনেল মেসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) ভুল সিদ্ধান্ত না হলে হ্যাটট্রিকও হয়ে যেত তাঁর। মেসি ছাড়াও জোড়া গোল করেছেন ফ্রান্সিসকো ত্রিনকাও। একটি গোল জুনিয়র ফিরপোর।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সঁ জঁ-র বিরুদ্ধে খেলবে বার্সেলোনা। তার আগে এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে বলে মনে করছেন কোচ রোনাল্ড কোমান। পাশাপাশি মেসির প্রশংসা করে তিনি বলেছেন, “লিয়োর ফোকাস অনেক বেশি। ও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে। যে ভাবে বিপক্ষের খেলোয়াড়দের মাঝখান দিয়ে জায়গা খুঁজে নেয়, মনে হয় ওর কাছে খেলাটা কত সহজ।”
জয়ের পর পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যে রিয়াল মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল বার্সেলোনা। শীর্ষস্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের থেকে দু’দলই এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্টে পিছিয়ে।