la liga

ক্লাবে ভবিষ্যৎ অনিশ্চিত, তবু সেই মেসিই বারবার বাঁচাচ্ছেন বার্সিলোনাকে

লাল কার্ড দেখায় এই ম্যাচে ডাগ আউটে ছিলেন না কোচ রোনাল্ড কোমান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১৬:৫৮
Share:

গোল করছেন মেসি। ছবি টুইটার

সামনের মরসুমে তিনি ক্লাবে থাকবেন কি না, তা নিশ্চিত নয়। কিন্তু মাঠে তাঁর কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। বারবার বার্সেলোনাকে বাঁচাচ্ছেন লিয়োনেল মেসি। রবিবার রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জেতালেন দলকে। সেই সঙ্গে লা লিগার দৌড়েও রেখে দিলেন বার্সাকে।

Advertisement

লিগ খেতাবের দৌড়ে থাকা অপর দুই দল রিয়াল মাদ্রিদ এবং আতলেতিকো মাদ্রিদ জিতেছিল শনিবারই। ফলে বার্সাকে টিকে থাকতে গেলে রবিবারের ম্যাচে জিততেই হত। দ্বিতীয়ার্ধের শুরুতে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল পাউলিস্তা। কিন্তু মেসির পেনাল্টি বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার। তবে পুরোপুরি বিপন্মুক্ত করতে পারেননি। পায়ের জালের মধ্যে থেকেই গোল করেন মেসি।

আঁতোয়া গ্রিজম্যানের পর ফ্রিকিক থেকে দর্শনীয় গোল করেন মেসি। শেষ প্রান্তে কার্লোস সোলার একটি গোল শোধ করায় আতঙ্ক বেড়েছিল। কিন্তু তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে বার্সা। লাল কার্ড দেখায় এই ম্যাচে ডাগ আউটে ছিলেন না কোচ রোনাল্ড কোমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement