Lionel Messi

Lionel Messi: বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে পেলেকে টপকে নতুন রেকর্ড মেসির

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ০৭:৫০
Share:

লিয়োনেল মেসি ফাইল চিত্র

বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়লেন লিয়োনেল মেসি। লাতিন আমেরিকায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলেকে পেছনে ফেলে দিলেন তিনি। পেলে ৯২ টি ম্যাচ খেলে ৭৭টি গোল করেছিলেন। আর মেসি ১৫৩ টি ম্যাচে টপকালেন কিংবদন্তী ব্রাজিলিয়ানকে। ৭৯ টি গোল করে ফেললেন মেসি।

Advertisement

স্তাদিও মনুমেন্তালে শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। প্রায় ২০ গজ দূর থেকে শট করে গোল করেন। ৬৪ মিনিটে সতীর্থ লাওতারা মার্টিনেজের সঙ্গে অয়ান-টু খেলে দ্বিতীয় গোল কএন মেসি। এই গোলের পরই পেলেকে টপকে গিয়েছিলেন তিনি। ৮৮ মিনিটে ফের গোল মেসির। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোল করেন মেসি।

পিএসজি-র হয়ে একটি ম্যাচে কিছুটা সময়ের জন্য মাঠে নেমেছিলেন মেসি। সে ভাবে এখন ও খেলার সুযোগ না পেলেও তিনি যে দারুণ ছন্দে রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিলেন ছ’বারের ব্যালন ডি অর জয়ই এই ফুটবলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement