Football

আপনার ভুলের শিকার আমরা, রেফারিকে তোপ মেসির

এ দিকে, আর্জেন্টিনা থেকে ফিরেই মেসিকে নেমে পড়তে হবে লা লিগায়। আগামী শনিবার বার্সেলোনার ম্যাচ আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০৪:১৮
Share:

ক্ষুব্ধ: গোল কেন বাতিল করা হল? মনিটরে চোখ মেসির। গেটি ইমেজেস

পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টা। কিন্তু প্যারাগুয়ের বিরুদ্ধে ভার প্রযুক্তিতে গোল বাতিলের সিদ্ধান্ত যেন মেনেই নিতে পারছে না আর্জেন্টিনা শিবির। স্বয়ং লিয়োনেল মেসিই মনে করছেন, রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে দল। কাকতালীয় হলেও ঘটনা হচ্ছে, আর্জেন্টিনীয় শিবিরের তোপের মুখে পড়েছেন এক ব্রাজিলীয় রেফারি।

Advertisement

শুক্রবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচের রেফারি ছিলেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। যিনি ম্যাচের ৫৭ মিনিটে মেসির গোল নাকচ করে দেন ভার প্রযুক্তির সাহায্য নিয়ে। তাঁর যুক্তি ছিল, গোল হওয়ার আগেই নিজেদের অর্ধে আর্জেন্টিনার ফুটবলার নিকোলাস ফাউল করেন প্যারাগুয়ের এক ফুটবলারকে। আশ্চর্যের বিষয় হল, শুরুতে রেফারি ক্লাউস বাঁশি বাজাননি। প্রশ্ন হল, সেই ফাউলের পরে ২৭ সেকেন্ড খেলা গড়িয়ে যাওয়ার পরে কেন তিনি ফাউল নিয়ে সিদ্ধান্ত নিলেন এবং গোল বাতিল করলেন?

আজ বিশ্ব ফুটবলে

Advertisement


উয়েফা নেশনস লিগ: স্লোভাকিয়া • স্কটল্যান্ড (সন্ধে ৭.৩০ থেকে। সোনি টেন টু এবং সোনি টেন টু এইচডি চ্যানেলে)। নেদারল্যান্ডস • বসনিয়া ও হাজ়েগোভিনা (রাত ১০.৩০ থেকে। সোনি টেন টু এবং সোনি টেন টু এইচডি চ্যানেলে)। ওয়েলস • আয়ারল্যান্ড (রাত ১০.৩০ থেকে। সোনি সিক্স এবং সোনি সিক্স এইচডি চ্যানেলে)। ইটালি • পোলান্ড (রাত ১.১৫ থেকে। সোনি টেন ওয়ান এবং সোনি টেন ওয়ান এইচডি চ্যানেলে)। ডেনমার্ক • আইসল্যান্ড (রাত ১.১৫ থেকে। সোনি টেন থ্রি এবং সোনি টেন থ্রি এইচডি চ্যানেলে)। বেলজিয়াম • ইংল্যান্ড (রাত ১.১৫ থেকে। সোনি টেন টু এবং সোনি টেন টু এইচডি চ্যানেলে)।

নিজেদের মধ্যে ১৫টি দুর্দান্ত পাস খেলার পরে গোল বাতিল হওয়ায় চটেছেন মেসিও। আর্জেন্টিনার একটি সংবাদপত্র জানিয়েছে, ম্যাচ শেষ হওয়ার পরে রেফারির কাছে গিয়ে মেসি বলে ওঠেন, “দু’বার আপনার ভুলের শিকার হলাম আমরা।” ওই সংবাদপত্রের ব্যাখ্যা অনুযায়ী মেসি বোঝাতে চেয়েছেন, রেফারি অন্যায় ভাবে প্যারাগুয়েকে পেনাল্টি দিয়েছেন। ঠিক তার কিছুক্ষণ আগেই অনেকটা একই রকমের ফাউলের জন্য তিনি না কি আর্জেন্টিনাকে পেনাল্টি দেননি। দ্বিতীয়ত, মেসির গোলের ২৭ সেকেন্ড আগে হওয়া একটি ফাউল ভার প্রযুক্তির সাহায্যে দেখে বাতিল করেন রেফারি। তা নিয়ে ক্ষুব্ধ মেসি এবং আর্জেন্টিনা শিবির। গোলটি করার পরেই সতীর্থদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন মেসি। প্রথমে কেউ বুঝতেই পারেননি যে, গোল বাতিল হতে পারে। আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনিও উষ্মা প্রকাশ করে বলেছেন, ‘‘এই ম্যাচের অনেক মুহূর্তেই ভার প্রয়োগ করা যেত। কিন্তু করা হয়নি। এ ক্ষেত্রে হল। আমি ভাল, খারাপ মনোভাবের কথা বলছি না। কিন্তু কেউ এ ভাবে ফুটবল দেখতে চায় না।’’ ভার প্রযুক্তি নিয়ে বিশ্ব জুড়েই ক্ষোভ বাড়ছে। বিশেষ করে কখন, কী ভাবে এর প্রয়োগ করা উচিত, তা নিয়ে তর্ক শুরু হয়েছে।

এ দিকে, আর্জেন্টিনা থেকে ফিরেই মেসিকে নেমে পড়তে হবে লা লিগায়। আগামী শনিবার বার্সেলোনার ম্যাচ আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে। গোড়ালির চোট নিয়ে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রাক্তন বার্সেলোনা এবং ব্রাজিল তারকা রিভাল্ডো মনে করেন, মেসিকে রক্ষা করতে হলে নতুন বছরের ট্রান্সফার উইন্ডো থেকে কমপক্ষে দু’জন স্ট্রাইকারকে নিতেই হবে বার্সেলোনাকে। ব্রাজিলের এক পত্রিকায় রিভাল্ডো বলেছেন, “আনসু ফাতির চোটের কারণে বাইরে চলে যাওয়াই সঙ্কট বাড়িয়ে দিয়েছে বার্সেলোনার। আমি মনে করি, ম্যানেজার রোনাল্ড কোমানকে যত দ্রুত সম্ভব নতুন স্ট্রাইকার নিয়ে আসতেই হবে। না হলে চোটমুক্ত হয়ে খেলা মেসির পক্ষে সম্ভব নয়। দলের সমস্ত চাপ ওর উপরে গিয়েই পড়বে। তাতে ক্ষতিগ্রস্ত হবে বার্সেলোনাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement