Lionel Messi

মেসি ছাড়বেন না ক্লাব, ইতিবাচক বার্সা-প্রধান

এই জুন মাসেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২১ ০৪:৪৬
Share:

বার্সেলোনা ভক্তদের জন্য আশার খবর। —ফাইল চিত্র

আর্জেন্টিনায় সতীর্থ সের্খিয়ো আগুয়েরোর আবির্ভাব লগ্নে বার্সেলোনা ভক্তদের জন্য আশার খবর। ক্লাবের নতুন প্রেসিডেন্ট খুয়ান লাপোর্তা বলে দিলেন, লিয়োনেল মেসির চুক্তি নবীকরণ নিয়ে ইতিবাচক কথাবার্তাই চলছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আরও নতুন ফুটবলার আসছে বার্সায়।

Advertisement

এই জুন মাসেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির। গত মরসুমের শেষের দিকে আইনি ফ্যাক্স পাঠিয়ে লিয়ো ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তার পর থেকে তাঁর বার্সা ছাড়া নিয়ে জল্পনা থামেনি। লাপোর্তা যদিও বলেছেন, ‘‘মেসির লোকজনের সঙ্গে আমাদের কথা চলছে। এবং কথাবার্তা বেশ ভালই এগোচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ঠিকই, তবে আমরা জানি লিয়ো ক্লাবে থাকতেই চায়।’’ যোগ করেছেন, ‘‘আর্থিক বিষয় এর মধ্যে আসছে না। আগুয়েরো কী বলেছে, সকলে নিশ্চয়ই শুনেছেন যে, ও লিয়োর সঙ্গে খেলতে চায়। আমাদের মাথায় সব সময়ই সেটা ছিল।’’

ম্যাঞ্চেস্টার সিটি থেকে আগুয়োরের সঙ্গে এরিক গার্সিয়াকেও সই করিয়েছে বার্সেলোনা। আগুয়েরো এসেই বলে দিয়েছেন, তিনি ‘বন্ধু’ মেসির পাশে খেলতে পারবেন বলেই আশা করছেন। বার্সার সঙ্গে তাঁর চুক্তি হয়েছে ২০২৩ পর্যন্ত। ক্যাম্প ন্যু-তে দাঁড়িয়ে তিনি বলে দিলেন, ‘‘অবশ্যই মেসির সঙ্গে খেলতে চাই। তবে লিয়ো ক্লাবের সঙ্গে চুক্তি করবে কি করবে না, ও-ই ঠিক করবে। আমি শুধু বলতে পারি, ওর পাশে খেলতে পারাটা খুবই আনন্দের। আশা করছি মেসি বার্সাতেই থাকবে। সে ক্ষেত্রে দু’জনে মিলে ক্লাবের জন্য সেরাটাই দেব। চেষ্টা করব বড় ট্রফি এনে দিতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement