football

চাইলে মরসুম শেষে বার্সা ছাড়তে পারেন মেসি, বলছেন বার্সার প্রেসিডেন্ট

এই মুহূর্তে যদিও চোটের জন্য গ্যালারিতে বসেই খেলা দেখতে হচ্ছে মেসিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৪
Share:

পরের মরশুমে মেসি চাইলে ক্লাব ছাড়তেই পারেন। ছবি: রয়টার্স

মরসুম শেষে লিওনেল মেসি চাইলে ক্লাব ছেড়ে চলে যেতে পারেন। শুক্রবার এ কথা বললেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ।

Advertisement

পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি বার্সেলোনার সিনিয়র দলের হয়ে খেলছেন ২০০৪ সাল থেকে। ২০১৭ সালে তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করে দল। ১৫ বছর ধরে একই দলে খেলে মেসি যে শুধু বার্সার ভরসা হয়ে উঠেছেন তাই নয়, তিনি দলের সেরা অস্ত্রও বটে। বার্সা প্রেসিডেন্ট মনে করেন এত দিনের সম্পর্কে পারস্পরিক বিশ্বাসটাই আসল। তাই মেসির সঙ্গে ২০২০-২১ মরসুম অবধি চুক্তি থাকলেও তাঁর আগে মেসি চাইলে বেড়িয়ে যেতেই পারেন। যদিও সেই বিষয় নিয়ে চিন্তিস নেন প্রেসিডেন্ট, তিনি পারস্পরিক সম্পর্কে বিশ্বাস রাখেন।

তিনি জানান এমন ভাবেই চুক্তি করা হয়েছিল কিংবদন্তি জাভি, পুওল এবং ইনিয়েস্তার সঙ্গে। তিনি বলেন, “এঁদের মতো বড় প্লেয়ারদের এই স্বাধীনতা থাকাই উচিত। যদিও আমাদের চিন্তার কারণ নেই। এঁরা বার্সার প্রতি যথেষ্ট দায়বদ্ধ। আমরা চাই মেসি ২০২১-এর পরেও বার্সার হয়েই খেলুক।”

Advertisement

আরও পড়ুন: অপ্রতিরোধ্য মেজাজে স্পেন, ইটালি

আরও পড়ুন: আই লিগ সেরা নেস্টরের নতুন ঠিকানা নিজামের শহর

এই মুহূর্তে যদিও চোটের জন্য গ্যালারিতে বসেই খেলা দেখতে হচ্ছে মেসিকে। অন্য দিকে বার্সা এও জানিয়ে দিয়েছে যে, জানুয়ারিতে নতুন ট্রান্সফার উইন্ডো খুললেও তারা ব্রাজিল তারকা নেমারের জন্য হাত বাড়াবে না। এত দিন শোনা যাচ্ছিল, বার্সা এবং রিয়াল মাদ্রিদ দু’জনেই নেমারকে নিতে চাইছে। কিন্তু এ বারের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তা সম্ভব হয়নি। তাই ফরাসি ক্লাব পিএসজি-র হয়েই খেলবেন নেমার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement