Lionel Messi

বার্সায় ফের অনিশ্চয়তার কথা জানালেন মেসি, ভবিষ্যতে আমেরিকায় খেলার ইঙ্গিত

মেজর লিগ সকারে খেলেছেন ফুটবল সম্রাট পেলে, বেকেনবাওয়ার, ইব্রাদের মতো তারকারা। বার্সার সঙ্গে চুক্তি শেষ হলেই তাঁকে আমেরিকার লিগে দেখা যাবে কিনা, সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি মেসি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৭:২৮
Share:

ঠিকানা কি বদলাবে মেসির? -ফাইল চিত্র।

চলতি ফুটবল মরসুম শেষ হলে কি জার্সির রং বদলাবে লিয়োনেল মেসির? বার্সেলোনা ছেড়ে কি অন্য কোথাও যাবেন ‘এলএম১০’? মেসির ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। তবে বার্সা তারকা স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা সেক্সতা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আমেরিকার মেজর লিগ সকারে খেলতে চান। মেসি বলেছেন, ‘‘আমি সব সময়ই বলেছি, এমএলএসে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। কিন্তু সেটা এখনই নয়।’’

Advertisement

মেজর লিগ সকারে খেলেছেন ফুটবল সম্রাট পেলে, বেকেনবাওয়ার, ইব্রাদের মতো তারকারা। বার্সার সঙ্গে চুক্তি শেষ হলেই তাঁকে আমেরিকার লিগে দেখা যাবে কিনা, সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি মেসি। তিনি বলেছেন, ‘‘মরসুম শেষ হলে আমি কীকরবো সেই ব্যাপারে এখনই নিশ্চিত নই। বার্সেলোনা ছাড়ব কিনা আমি নিজেও জানি না। তবে এটাই আশা রাখি, ক্লাব ছাড়লে ভালভাবেই যেন বিদায় হয়।’’ কারণ বার্সা যে মেসির কাছে প্রাণের থেকেও প্রিয়।

গত অগস্টে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ২–৮ গোলে বার্সেলোনার হারের পরে স্পেনীয় ক্লাবটির সভাপতির সঙ্গে মেসির সংঘাত প্রকাশ্যে চলে আসে। সেই প্রসঙ্গ তুলে মেসি বলেন, ‘‘সেই ঘটনার জন্য আমি দুঃখিত। বার্সেলোনা আমার জীবন। ১৩ বছর বয়স থেকে এখানে রয়েছি। আর্জেন্টিনার থেকেবার্সেলোনায় বেশি সময় ধরে রয়েছি। এই ক্লাব আমাকে ফুটবলার হিসেবে তৈরি করেছে।’’

Advertisement

আরও পড়ুন: ফের বোলারদের দাপট, ৬ উইকেট হারিয়ে ২ রানের লিড নিল অজিরা

মেসি আরও বলেন, ‘‘গত মরসুম খুব বিশ্রী ভাবে শেষ হয়েছে। আমি সামনের দিকেই তাকাতে চাই। সব শিরোপার জন্যই লড়তেহবে।’’ এর মধ্যেই খবর ছড়িয়েছে, প্যারিস সঁ জঁ তারকা নেমার ফিরতে পারেন বার্সায়। কিন্তু মেসি সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। বার্সা তারকা বলেছেন, ‘‘নেমারের ট্রান্সফার ফি আমাদের পক্ষে কীভাবে দেওয়া সম্ভব? পরিস্থিতিও আমাদের অনুকূলে নয়। নতুন প্রেসিডেন্টের জন্য খুবই কঠিন হতে চলেছে তা। বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে নতুন প্রেসিডেন্টকে। সব ঠিকঠাক চালিয়ে যেতে হলে অনেক পরিবর্তন আনতে হবে।’’

আর্থিক সংকটের জন্য নেমার ছাড়া অন্য ফুটবলারকে কেনাও কঠিন হতে পারে বলে জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘‘যেকোনও ফুটবলারকে আনাই এখন কঠিন। এর জন্য টাকার দরকার। ক্লাবের হাতে এখন অর্থ নেই।’’ নেমারের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে মেসি বলেছেন, ‘‘নেমার কখনওই বলেনি যে একসঙ্গে আমরা খেলব। নেমার বলেছে, একসঙ্গে খেলতে আমার ভাল লাগবে।’’

অতীতে নেমার, সুয়ারেজ ও মেসি বার্সাকে এনে দিয়েছেন ট্রফি। ক্লাবের জার্সির রং বদলে গেলেও তিন জনের মধ্যে সুসম্পর্ক রয়ে গিয়েছে। প্রায় প্রতিদিনই তাঁদের কথা হয়। সাক্ষাৎকারে সেই ব্যাপারও গোপন করেননি মেসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement