নজরে: বার্সেলোনার প্রস্তুতি ম্যাচে বিপক্ষের রক্ষণে হানা মেসির। টুইটার
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ বিশ্রী হারের কিছুদিন পরেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। সেই লিয়োনেল মেসিই শনিবার বার্সেলোনার জার্সিতে মাঠে নামলেন অধিনায়কের আর্মব্যান্ড পরে। এবং নতুন ম্যানেজার রোনাল্ডো কোমানের কোচিংয়ে জেরার পিকেরা প্রস্তুতি ম্যাচ খেললেন তৃতীয় ডিভিশন ক্লাব জিমন্যাস্টিক দে তারাগোনার বিরুদ্ধে। ৩-১ জয়ের পরে বার্সা ম্যানেজার জানিয়ে দিলেন, নতুন বার্সাকে এ বার কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা যেতে পারে! শনিবার জিমন্যাস্টিকের বিরুদ্ধে ম্যাচের ৬ মিনিটে প্রথম গোল নভেম্বরে চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে প্রথম মাঠে নামা উসমান দেম্বেলের। বাকি দু’টিই পেনাল্টি-গোল। একটি করলেন আঁতোয়া গ্রিজ়ম্যান (১৭ মিনিট)। ৫১ মিনিটে গোল করেন ফিলিপে কুতিনহো।
প্রস্তুতি ম্যাচ হলেও বার্সা জার্সিতে মেসির খেলাটা বড় ঘটনা। তিনি ক্লাব ছাড়তে চাওয়ায় প্রায় এক মাস ফুটবল দুনিয়ায় ঝড় বয়ে গিয়েছে। আর্জেন্টাইন কিংবদন্তি সিদ্ধান্ত বদলানোর কারণ হিসেবে বলেছিলেন, প্রিয় ক্লাবকে আদালতে টেনে নিয়ে যেতে চান না! শনিবারের ম্যাচের অনেক আগেই ঘোষণা করা হয়, নতুন মরসুমেও মেসিই ক্লাবকে নেতৃত্ব দেবেন। কোমান অবশ্য দ্বিতীয়ার্ধে তাঁকে নামাননি। বার্সা ম্যানেজার চেয়েছিলেন, এই ম্যাচটায় দুই অর্ধে দু’টি দল নামিয়ে ফুটবলারেরা কে কী অবস্থায় আছেন বুঝে নিতে।