উচ্ছ্বাস: শুমাখারের ৯১টি জয়ের কীর্তি স্পর্শ করে হ্যামিল্টন। টুইটার
অবশেষে স্বপ্নপূরণ। রবিবার জার্মানির আইফে ফর্মুলা ওয়ান রেসিং খেতাব জিতে কিংবদন্তি চালক মিখায়েল শুমাখারের ৯১টি জয়ের রেকর্ড স্পর্শ করলেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন চালক, মার্সিডিজের লুইস হ্যামিল্টন। জানালেন, শুমাখারের কীর্তি ছুঁলেও তিনি থেকে যাবেন অমর হিসেবেই।
কীর্তির দিনে তাঁর হাতে কিংবদন্তি চালকের একটি হেলমেট তুলে দেন শুমাখারের পুত্র মিক। যে স্মারক হাতে নিয়ে ক্ষণিকের জন্য বাগরুদ্ধ হয়ে যান হ্যামিল্টন। পরে বলেন, “এর আগে আবু ধাবিতে ২০১২ সালে ওঁর সঙ্গে হেলমেট বদল করেছিলাম। তবে আজকের পুরস্কার আমার জীবনের সেরা প্রাপ্তি। ৯১ সংখ্যাটা খুব বড়। কেউ হয়তো কল্পনাও করতে পারবেন না সেই উচ্চতায় পৌঁছতে গেলে কতটা কঠোর পরিশ্রম করতে হয়। ওঁকে দেখেই আমি বড় হয়েছি। এই মুহূর্তটা আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।”
ব্রিটিশ চালককে টুইটারে অভিনন্দন জানানো হয়েছে শুমাখার পরিবার থেকেও। বলা হয়েছে, “শুমাখার পরিবার ৯১টি জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে লুইসকে। এটা অসাধারণ এক প্রাপ্তি। এটা মেনে নেওয়া ভাল যে, আমরা বরাবর ওর কীর্তি অম্লান থাকুক, সেই প্রার্থনা করেছি। কিন্তু ও নিজেই বলত রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য।”