Formula 1

ফর্মুলা ওয়ান রেসিংয়ে সেঞ্চুরি, অনন্য কীর্তি গড়লেন ব্রিটিশ ড্রাইভার লুইস হ্যামিল্টন

যোগ্যতা অর্জন পর্বে ম্যাক্স ভারস্ট্যাপেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৯:১৬
Share:

নতুন কীর্তি হ্যামিল্টনের। ছবি রয়টার্স

ফর্মুলা ওয়ানে নতুন নজির গড়লেন লুইস হ্যামিল্টন। প্রথম ড্রাইভার হিসেবে শততম পোল পজিশন পেলেন তিনি। শনিবার স্প্যানিশ গ্রাঁ প্রি-তে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ফর্মুলা ওয়ানের সফলতম চালক মাইকেল শুমাখারেরও এই কৃতিত্ব নেই। তিনি ৬৮ বার পোল পজিশন পেয়েছিলেন।

Advertisement

শনিবার যোগ্যতা অর্জন পর্বে ম্যাক্স ভারস্ট্যাপেনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় তাঁর। শেষ পর্যন্ত ম্যাক্সকে ০.০৩৬ সেকেন্ডে পিছনে ফেলে প্রথম হন হ্যামিল্টন। তৃতীয় হয়েছেন মার্সিডিজে তাঁরই সতীর্থ ভালটেরি বোট্টাস। তিনি হ্যামিল্টনের থেকে ০.১৩২ সেকেন্ড পিছনে শেষ করেছেন।

মোট রেসে অংশগ্রহণ এবং পোল পজিশন পাওয়ার তালিকায় হ্যামিল্টন একটু পিছিয়ে রয়েছেন। সেই তালিকায় শীর্ষে ব্রাজিলের প্রয়াত ড্রাইভার আয়ার্টন সেনা। তবে নতুন কীর্তি স্থাপন করতে পেরে হ্যামিল্টন খুশি। বলেছেন, “এই রেসটা সারাজীবন মনে রাখব। বিশ্বাসই হচ্ছে না যে আমি শততম পোল পেয়েছি। ভবিষ্যতে যারা রেসিংয়ে আসছে, তাদের এই সংখ্যা অনুপ্রাণিত করবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement