BS Chandrasekhar

মস্তিষ্কে রক্তক্ষরণ, হাসপাতালে ভর্তি ভগবত চন্দ্রশেখর

বয়সের কারণে গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন চন্দ্রশেখর। গত শুক্রবার অসুস্থতা বাড়ে। শুধু তাই নয়, তাঁর কথাও জড়িয়ে যায়। ফলে তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৪:০৭
Share:

মস্তিষ্কে রক্তক্ষরণ, হাসপাতালে ভর্তি ভগবত চন্দ্রশেখর

মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভগবৎ চন্দ্রশেখর। এই মুহুর্তে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি প্রবাদপ্রতিম এই প্রাক্তন লেগ স্পিনার। তবে শারীরিকভাবে দুর্বল হলেও তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও কারণ নেই। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আগামী কয়েকদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। সোমবার সকালে পরিবারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

বয়সের কারণে গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন চন্দ্রশেখর। গত শুক্রবার অসুস্থতা বাড়ে। শুধু তাই নয়, তাঁর কথাও জড়িয়ে যায়। ফলে তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী সন্ধ্যা বলেছেন, ‘‘বয়সের ভারে গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শরীরে ক্লান্তিভাব ছিল। তাছাড়া গত শুক্রবার সন্ধেবেলা ওঁর কথাবার্তা জড়িয়ে যায়। তাই হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিলাম। ওঁর মাথায় কিছু ব্লকেজ ধরা পড়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই। ডাক্তারদের মতে বয়স বাড়লে এই সমস্যাগুলো প্রকট হয়। বুধ কিংবা বৃহস্পতিবার বাড়ি ফিরে আসবেন। গতকাল আইসিসিইউ-তে থাকলেও সোমবার সকালে ওঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে।’’

১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দেশের হয়ে ৫৮টি টেস্ট খেলেছিলেন চন্দ্রশেখর। ঝুলিতে রয়েছে ২৪২ উইকেট। তবে মাত্র ১টি একদিনের ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনার। ’৬০ ও ’৭০-এর দশকে বিষেণ সিংহ বেদী, এরাপল্লি প্রসন্ন, এস ভেঙ্কটরাঘবন ও চন্দ্রশেখর, এই চারজনের পার্টনারশিপ বিপক্ষের ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement