সন্ত্রাসের স্মৃতি মুছতে খুদে হায়দারের পাশে রোনাল্ডো

নভেম্বরে বেইরুতে সন্ত্রাস হামলার শিকার হয়ে প্রাণ হারাতে হয় ৪৪ জনকে। যাঁদের মধ্যে ছিলেন ছোট্ট হায়দারের মা-বাবাও। রিয়াল মাদ্রিদের ভক্ত হায়দারের এই মর্মান্তিক ঘটনার পরে ক্লাবের তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়ে যাতে নিজের স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনাসামনি দেখতে পারে এই শিশু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৫ ০২:৫১
Share:

ছবি রিয়াল মাদ্রিদের সৌজন্যে

নভেম্বরে বেইরুতে সন্ত্রাস হামলার শিকার হয়ে প্রাণ হারাতে হয় ৪৪ জনকে। যাঁদের মধ্যে ছিলেন ছোট্ট হায়দারের মা-বাবাও। রিয়াল মাদ্রিদের ভক্ত হায়দারের এই মর্মান্তিক ঘটনার পরে ক্লাবের তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়ে যাতে নিজের স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনাসামনি দেখতে পারে এই শিশু।

Advertisement

শুক্রবার সেই স্বপ্নপূরণ হল হায়দারের। রোনাল্ডোর সাত নম্বর জার্সি পরে স্বপ্নের নায়কের সঙ্গে সময় কাটায় হায়দার। ছোট্ট রিয়াল ভক্তকে জড়িয়ে ধরে কথাও বলেন পর্তুগিজ মহাতারকা। এ ছাড়াও ক্লাব প্রেসি়ডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ হায়দারকে ক্লাব ঘুরিয়ে দেখান। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে পোস্ট করা হয়, ‘‘লেবাননের রাজধানীতে মর্মান্তিক এই ঘটনার পরে হায়দারের সম্পর্কে আমরা জানতে পারি। তারপর থেকেই ক্লাবের তরফ থেকে ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয় যাতে রোনাল্ডোর সঙ্গে দেখা করতে পারে হায়দার।’’ রবিবার রিয়াল বনাম রায়ো ভায়েকানোর ম্যাচ দেখতেও উপস্থিত থাকবে হায়দার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement